Business News

বছর-শেষে সাড়ে ৭২ টাকায় কিনতে হবে ডলার, শঙ্কা বিশেষজ্ঞদের

এক মার্কিন ডলার কিনতে তখন সাড়ে ৭২ টাকা খরচ করতে হবে বলে পূর্বাভাস সিঙ্গাপুরের ‘নোমুরা হোল্ডিংসে’র।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৯ ১৬:০০
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আন্তর্জাতিক মুদ্রাবাজারে ক্রমশই দুর্বল হয়ে পড়ছে টাকা। এই অগস্টে টাকার দাম এখনও পর্যন্ত পড়েছে গড়ে ২.৩ শতাংশ। যা গত ৬ বছরে একটি নজির। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, গত অক্টোবরে টাকার মূল্যের যে হাল হয়েছিল, এই ভাবে চললে বছরের শেষাশেষি টাকা প্রায় সেই জায়গাতেই পৌঁছে যাবে। এক মার্কিন ডলার কিনতে তখন সাড়ে ৭২ টাকা খরচ করতে হবে বলে পূর্বাভাস সিঙ্গাপুরের সমীক্ষক সংস্থা ‘নোমুরা হোল্ডিংসে’র।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, টাকার দামের অবনমনের কারণগুলির মধ্যে অন্যতম দেশের আর্থিক বৃদ্ধির গতি শ্লথ থেকে শ্লথতর হয়ে পড়া। তাঁদের ধারণা, গত চারটি ত্রৈমাসিকের মতো সদ্য শেষ হওয়া ত্রৈমাসিকেও দেশের আর্থিক বৃদ্ধির গতি শ্লথ হবে। তার আভাস ইতিমধ্যেই মিলতে শুরু করেছে অটোমোবাইল শিল্প থেকে শুরু করে বস্ত্রশিল্পে। মানুষের হাতে টাকা নেই, চাকরির অনিশ্চয়তা চরমে পৌঁছেছে বলে মানুষ সুযোগ পেয়েও পণ্যাদি কেনার উৎসাহ পাচ্ছেন না। ফলে, বিক্রি হচ্ছে না গাড়ি। গাড়িশিল্পের করুণ অবস্থা।

শুধু তাই নয়, দেশের আর্থিক বৃদ্ধির এই হাল দেখে বিদেশি বিনিয়োগকারীরাও একটু একটু করে হাত গুটিয়ে নিচ্ছেন। দেশের শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা গত জুলাই পর্যন্ত ৩৮০ কোটি ডলার অর্থ তুলে নিয়েছেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৭ হাজার ২৪৪ কোটি।

Advertisement

বিশেষজ্ঞদের বক্তব্য, চিনা মুদ্রা ইউয়ানের তেজি হয়ে ওঠাও টাকার দাম পড়ার অন্যতম কারণ।

আরও পড়ুন- পতন অব্যাহত, বাজারের শুরুতেই ১ ডলারের দাম ৭২.২৫ টাকা​

আরও পড়ুন- ডলারে ঋণ নেওয়ার বিপদ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement