পীযূষ গয়াল। ফাইল চিত্র
চেষ্টার কসুর করেনি মোদী সরকার। তবুও ৬০,০০০ কোটি টাকা দেনায় জর্জরিত এয়ার ইন্ডিয়া বেচতে গিয়ে ঠোক্কর খেতে হয়েছে। তাতে হতাশ হলেও, দমেনি কেন্দ্র। আরও এক বার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটিকে বিক্রির তোড়জোড় শুরু করেছে তারা। চলতি মাসে তার আগ্রহপত্র চাওয়ার খসড়া প্রস্তাবে সায়ও দিয়েছে মন্ত্রিগোষ্ঠী। প্রক্রিয়াটি চূড়ান্ত হওয়ার অপেক্ষায়। এই অবস্থায় বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল দাভোস থেকে বললেন, মন্ত্রী না-হলে এই বিমান সংস্থাটিকে কেনার জন্য দরপত্র দিতেন তিনি নিজেই। কারণ, সংস্থাটি একটি সোনার খনি।
এ কথা শুনে সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, এটি কি আসলে এয়ার ইন্ডিয়ার বিজ্ঞাপন? সংস্থা বিলগ্নিকরণে কেন্দ্র ব্যর্থ হওয়ার পরে এ বার কী খোদ মন্ত্রী এ ভাবে প্রচারের দায়িত্ব নিলেন? বোঝাতে চাইলেন এত ভাল সংস্থা হাতছাড়া করা কতটা বোকামি?
গয়ালের দাবি, বিশ্ব জুড়ে বিভিন্ন রুটে উড়ান চলাচলের ক্ষেত্রে অসংখ্য চুক্তি রয়েছে এয়ার ইন্ডিয়ার। সব মিলিয়ে যা আছে, তাতে সংস্থাটিকে সোনার খনি বলা যায়। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের প্রস্তাব সম্পর্কে ইউপিএ সরকারকে বিঁধে গয়াল বলেন, মোদী সরকার প্রথম ক্ষমতায় আসার সময়ে অর্থনীতির অবস্থা ছিল ভয়ানক। তাকে ছন্দে ফেরাতে নানা পদক্ষেপ করা হয়েছে। ‘রত্নগুলির’ বিলগ্নিকরণ এ বার লাভজনক হবে।
এই মুহূর্তে ভারতে ঝিমিয়ে থাকা অর্থনীতিতে লগ্নির অভাব নিয়ে যতই উদ্বেগ থাকুক, গয়াল বিনেয়োগে বিপুল উৎসাহের ছবিই তুলে ধরেন। বলেন, ভারতে লগ্নি করা ‘ছোঁয়াচে’। চার-পাঁচটি সংস্থা আগ্রহ দেখিয়েছে। তাঁর দাবি, ‘‘...এখান থেকে ভারতের অর্থনীতি উড়ান নিতে তৈরি।’’