EPFO

EPF: করোনাকালে আর্থিক সমস্যা! পিএফ থেকে টাকা তুললে শোধ দিতে হবে না, জানুন পদ্ধতি

একজন চাকরিজীবী তাঁর তিনমাসের মূল (বেসিক) বেতন ও মহার্ঘ ভাতা মিলিয়ে যে টাকা হয় তা কিংবা মোট জমার ৭৫ শতাংশের মধ্যে যেটা কম সেই পরিমাণ অর্থ তুলতে পারেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ১৩:৪৬
Share:

প্রতীকী চিত্র।

গোটা দেশেই করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এর ফলে আর্থিক ভাবেও অনেকের সমস্যা তৈরি হচ্ছে। তার থেকে মুক্তি পেতে এই সময়ে প্রভিডেন্ট ফান্ড থেকে অগ্রিম টাকা তোলার সুযোগ নিতে পারেন চাকুরিজীবীরা। এই টাকা ফেরৎ দেওয়ারও চাপ নেই। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) গত বছরেই দ্বিতীয়বার অফেরৎযোগ্য অগ্রিম নেওয়ার সুবিধা করে দিয়েছে। ২০২০ সালের মার্চ মাসে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার ঘোষণার সময়ে এই সুবিধার কথা জানিয়েছিল। এমনিতে একবার পিএফ থেকে টাকা অগ্রিম নেওয়া যায়। ফলে এর আগে যাঁরা করোনার কারণে একবার অগ্রিম নিয়েছেন, তাঁরাও দ্বিতীয়বারের জন্য আবেদন করতে পারেন।

Advertisement

ইপিএফও-র নিয়ম অনুযায়ী একজন চাকরিজীবী তাঁর তিনমাসের মূল (বেসিক) বেতন ও মহার্ঘ ভাতা মিলিয়ে যে টাকা হয় তা কিংবা মোট জমার ৭৫ শতাংশের মধ্যে যেটা কম সেই পরিমাণ অর্থ তুলতে পারেন। তবে তার থেকে কম টাকার জন্যও ইপিএফ গ্রাহকরা আবেদন করতে পারেন।

অগ্রিম নেওয়ার পদ্ধতি—

এমনিতে পিএফ থেকে টাকা তোলা বা ধার নেওয়ার আবেদন অনলাইনে করা যায়। এর পাশাপাশি করোনা মোকাবিলায় কর্মীদের হাতে নগদ জোগাতে সম্প্রতি পিএফ থেকে টাকা তোলার বিশেষ সুবিধা চালু হয়েছে। তবে এ ক্ষেত্রে গ্রাহককে কয়েকটি শর্তপূরণ করতে হবে। যেমন, ইউএএন (UAN) চালু থাকা চাই। ইউএএনের সঙ্গে আধার যুক্ত থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোড ও ইউএএনের সঙ্গে যুক্ত থাকা চাই।

Advertisement

• ইপিএফের ওয়েবসাইটে (www.epfindia.gov.in) কোভিড-১৯ সংক্রান্ত অগ্রিমের আবেদন পদ্ধতি সবিস্তার বর্ণনা করা আছে।

• সেটা দেখে নিয়ে ‘https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface’ পোর্টালটি খুলুন।

• ইউএএন এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন।

• অনলাইন সার্ভিসেসে গিয়ে ক্লেম-এ ক্লিক করুন।

• এর পরে নির্দিষ্ট জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। যে তথ্য দেবেন, তা যাচাই করে নিন।

• প্রসিড ফর অনলাইন ক্লেম-এ ক্লিক করুন।

• একটি তালিকা কম্পিউটারের পর্দায় আসবে। সেখান থেকে ‘পিএফ অ্যাডভান্স ফর্ম-৩১’ ক্লিক করতে হবে।

• আগাম নেওয়ার কারণ (পারপাস) হিসেবে ‘আউটব্রেক অব প্যানডেমিক (কোভিড-১৯)’ বাছতে হবে।

• তার পরে আগাম হিসেবে কত টাকা তুলতে চান, তার অঙ্ক উল্লেখ করতে হবে।

• এ ছাড়া একটি ক্যান্সেলড চেক স্ক্যান করে বা মোবাইলে তার ছবি তুলে আপলোড করতে হবে। নির্দিষ্ট জায়গায় লিখতে হবে ঠিকানা।

• এ বার ‘গেট আধার ওটিপি’ ক্লিক করুন।

• আধারের সঙ্গে যুক্ত মোবাইলে ওটিপি আসবে।

• নির্দিষ্ট জায়গায় তা বসিয়ে ক্লিক করুন। তা হলেই শেষ হবে আবেদনের প্রক্রিয়া।

• মোবাইলের মাধ্যমেও অনলাইনে একই পদ্ধতিতে আবেদন করা যাবে।

• আবেদন জানানো যাবে উমঙ্গ অ্যাপ (UMANG) ব্যবহার করেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement