ফাইল চিত্র।
পেট্রল, ডিজেলের রেকর্ড চড়া দাম যে দেশে মূল্যবৃদ্ধিকে ফের বিপদসীমার দিকে ঠেলে দেবে, সেই আশঙ্কা চেপে বসতে শুরু করেছে বহু দিন আগে থেকে। যা সত্যি করে ৫% ছাড়িয়েছে খুচরো মূল্যবৃদ্ধি। এ বার পাইকারি মূল্যবৃদ্ধিও ৪.১৭% ছুঁয়ে দাঁড়াল ২৭ মাসে সর্বোচ্চ।
সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দাবি, পেট্রল-ডিজেলের চড়া দর পাইকারি বাজারে জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে ঠেলে তুলেছে ০.৫৮%। জানুয়ারিতে যা কমেছিল ৪.৭৮%। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হারও ১.৩৬ শতাংশে উঠেছে। ডাল, ফল, আনাজ, সব কিছুর দামই আগের থেকে বেশ খানিকটা বেড়েছে।
বিশেষজ্ঞদের দাবি, পেট্রল-ডিজেলের দামে রাশ টানতে না-পারার ফল এটা। যা নিয়ে এর আগে সতর্ক করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, তেলের খরচ না-কমলে পণ্য পরিবহণের খরচ কমবে না। তা না-হলে পাইকারি বাজারে খাদ্যপণ্য-সহ বিভিন্ন জিনিসের দাম বাড়তে পারে। যার ধাক্কা লাগতে পারে খুচরো বাজারেও। অর্থনীতির ঘুরে দাঁড়ানোর পথটাই আটকে যাবে সে ক্ষেত্রে। অথচ কেন্দ্র ও রাজ্য তেল থেকে বিপুল কর আয় করছে। ফলে শুল্ক কমিয়ে দামে সুবিধা দিতে পারে তারাই।
মূল্যায়ন সংস্থা ইক্রার অর্থনীতিবিদ অদিতি নায়ারের আশঙ্কা আগামী দিনে ৯% পেরোতে পারে পাইকারি মূল্যবৃদ্ধি। ফলে রিজ়ার্ভ ব্যাঙ্ক এখন সুদ কমাবে না। চাহিদা বাড়িয়ে অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে শিল্প যদিও আশাতেই দিন গুনছে।