নগদহীন লেনদেনে এ বার ভীম অ্যাপ

এক ছাতার তলায়। এবং আরও সহজে। নগদহীন কেনাকাটায় উৎসাহ দিতে সব ব্যাঙ্কের জন্য একটি সাধারণ ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ (ইউপিআই) অ্যাপ চালুর কথা শুক্রবার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ব্যাঙ্কগুলি আলাদা আলাদা ভাবে নিজেরা এই ইউপিআই অ্যাপ তৈরি করছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ০৩:৪১
Share:

এক ছাতার তলায়। এবং আরও সহজে। নগদহীন কেনাকাটায় উৎসাহ দিতে সব ব্যাঙ্কের জন্য একটি সাধারণ ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ (ইউপিআই) অ্যাপ চালুর কথা শুক্রবার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ব্যাঙ্কগুলি আলাদা আলাদা ভাবে নিজেরা এই ইউপিআই অ্যাপ তৈরি করছিল। এ বার সব ব্যাঙ্কের জন্য ওই অ্যাপ ‘ভারত ইন্টারফেস ফর মানি’ বা ভীম চালু করল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া। স্মার্ট ফোন থাকলেই শুধু মোবাইল নম্বর দিয়ে এই অ্যাপ মারফত একে অন্যকে টাকা পাঠাতে পারবেন সব ব্যাঙ্কের গ্রাহকরা।

Advertisement

কী ভাবে ব্যবহার

• মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত থাকতে হবে।

Advertisement

• অ্যান্ড্রয়েড ফোনের গুগ্‌ল প্লে-স্টোরে ‘ভারত ইন্টারফেস ফর মানি-ইউপিআই’ বা ‘ভারত ইন্টারফেস ফর মানি-এনপিসিআই’ টাইপ করে ভীম অ্যাপ ডাউনলোড করুন।

• ভাষা বাছতে হবে।

• অ্যাপটি এসএমএস আদান-প্রদানের অনুমতি চাইবে।

• বলা হবে চার সংখ্যার পাসওয়ার্ড তৈরি করতে ।

• যে-সব ব্যাঙ্ক এ পর্যন্ত এই অ্যাপ-এ যোগ দিয়েছে, পর্দায় সেগুলির নাম দেখাবে। যেখানে অ্যাকাউন্ট রয়েছে, সেটিকে চিহ্নিত করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত হবে।

• মোবাইল নম্বর@upi— এটাই হবে টাকা লেনদেনের ঠিকানা (ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস)। আলাদা করেও তা তৈরি করতে পারেন।

• লেনদেন করতে উভয়েরই ভীম-ইউপিআই অ্যাকাউন্ট থাকতে হবে। মোবাইল নম্বর জানলেও লেনদেন করা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement