HDFC Bank

HDFC: এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে মিশে গেল এইচডিএফসি লিমিটেড

এই প্রকল্প পুরোপুরি কার্যকর হলে এইচডিএফসি ব্যাঙ্ক পরিণত হবে একটি শেয়ারহোল্ডার মালিকানাধীন সংস্থায়। যার মধ্য়ে এইচডিএফসি লিমিটেডের অংশ ৪১ শতাংশ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়া দিল্লি শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২২ ১৮:৪৯
Share:

ফাইল চিত্র।

এইচডিএফসি লিমিটেড মিশে গেল এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে। সোমবার সকালে দু’টি সংস্থার পরিচালন সমিতির বৈঠকে পৃথক ভাবে ওই সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে এইচডিএফসি ইনভেস্টমেন্টস এবং এইচডিএফসি হোল্ডিংস লিমিটেড মিশে গেল এইচডিএফসি লিমিটেডের সঙ্গে। আর এইচডিএফসি লিমিটেড মিশে গেল এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে। এর ফলে মূলধনের নিরিখে তৃতীয় বৃহত্তম সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে এইচডিএফসি ব্যাঙ্ক।

Advertisement

সিদ্ধান্ত অনুযায়ী, এইচডিএফসি লিমিটেডের শেয়ারহোল্ডাররা ২৫টি শেয়ারের (প্রতিটির দাম ২ টাকা) পাবেন ৪২টি এইচডিএফসি ব্যাঙ্ক শেয়ার (প্রতিটির মূল্য ১টাকা)। এই প্রকল্প পুরোপুরি কার্যকর হলে এইচডিএফসি ব্যাঙ্ক পরিণত হবে একটি শেয়ারহোল্ডার মালিকানাধীন সংস্থায়। যার মধ্য়ে এইচডিএফসি লিমিটেডের অংশ ৪১ শতাংশ।

পয়লা এপ্রিলের হিসেব অনুযায়ী, দেশের গৃহঋণ ক্ষেত্রে সবচেয়ে বড় সংস্থা এইচডিএফসি লিমিটেডের মূলধন চার লক্ষ ৪৪ হাজার কোটি টাকা। অন্য দিকে এইচডিএফসি ব্যাঙ্কের মূলধন আট লক্ষ ৩৫ হাজার কোটি টাকা। সংস্থাগুলির সংযুক্তিকরণের ফলে সংস্থার মূলধন হবে ১২ লক্ষ ৮০ হাজার কোটি টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement