ছোট শিল্পকে কয়লা বিক্রি করতে পারবে সরকারি সংস্থা

সরকারি সংস্থাগুলি এত দিন শুধুমাত্র নিজেদের প্রয়োজনেই খনি থেকে কয়লা তুলে ব্যবহার করতে পারত। অন্য কোনও সংস্থাকে বেচতে পারত না। এ বার কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, মুনাফা বাড়াতে তারা ছোট-মাঝারি শিল্প সংস্থাকে কয়লা বিক্রি করুক। সে জন্য কয়লা মন্ত্রক নতুন খনিও দেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কয়লা সচিব অনিল স্বরূপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৫ ০২:০৮
Share:

অনিল স্বরূপ।

সরকারি সংস্থাগুলি এত দিন শুধুমাত্র নিজেদের প্রয়োজনেই খনি থেকে কয়লা তুলে ব্যবহার করতে পারত। অন্য কোনও সংস্থাকে বেচতে পারত না। এ বার কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, মুনাফা বাড়াতে তারা ছোট-মাঝারি শিল্প সংস্থাকে কয়লা বিক্রি করুক। সে জন্য কয়লা মন্ত্রক নতুন খনিও দেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কয়লা সচিব অনিল স্বরূপ।

Advertisement

রবিবার কলকাতায় কয়লা নিয়ে এক আলোচনাসভায় উপস্থিত ছিলেন স্বরূপ। তিনি জানান, বহু ছোট-মাঝারি সংস্থার অল্প কয়লা লাগে। এদের পক্ষে কোনও খনি নেওয়া বা কোল ইন্ডিয়ার সঙ্গে জ্বালানি চুক্তি করা সম্ভব হয় না। খনি বা বিদ্যুৎ শিল্পের সঙ্গে যুক্ত সরকারি সংস্থাগুলি খনি থেকে কয়লা তুলে তাদের বিক্রি করলে উভয়ের লাভ হবে। তিনি বলেন, ‘‘দু-তিন মাসের মধ্যেই খনি বণ্টন শুরু হবে।’’

ইট, স্পঞ্জ-আয়রন বা পিগ-আয়রনের মতো শিল্পের অধিকাংশই খোলা বাজার থেকে কয়লা কেনে। তবে তা পেতে অনেক সময়ে সমস্যাও হয়। নতুন ব্যবস্থায় সরকারি সংস্থাগুলির সঙ্গে চুক্তি করে তারা কয়লা কিনতে পারবে। কয়লা মন্ত্রকের সিদ্ধান্ত, খনি রয়েছে এমন রাজ্যগুলিকেই এ ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে। যার মধ্যে পশ্চিমবঙ্গ, ছত্তীসগঢ়, ওড়িশার মতো রাজ্য আছে। যে-সব রাজ্যে খনি নেই, তাদের কী ব্যবস্থা হবে, সে নিয়ে পরে সিদ্ধান্ত হবে। কী দামে সংস্থাগুলি বাজারে কয়লা বিক্রি করতে পারবে, সে ব্যাপারেও কিছু ঠিক হয়নি। তবে স্বরূপ জানান, মন্ত্রক চায় সবাই কয়লা পাক এবং সেই কাজ স্বচ্ছতার সঙ্গে হোক।

Advertisement

এ দিকে, সম্প্রতি ৬৭টি কয়লা ব্লক নিলাম ও বণ্টন খাতে ৪ লক্ষ কোটি টাকা কেন্দ্রের হাতে এসেছে বলে জানান স্বরূপ। এর মধ্যে রাজ্যগুলির প্রাপ্য ৩ লক্ষ ৩৫ হাজার কোটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement