নতুন পণ্য-পরিষেবা কর (জিএসটি) জমানায় বিভিন্ন রাজ্যের মধ্যে পণ্য পরিবহণে বৈদ্যুতিন ওয়ে বিল ১ এপ্রিল থেকে চালু করার সিদ্ধান্তেই শনিবার অটল রইল জিএসটি পরিষদ। তবে একটি রাজ্যের মধ্যে পণ্য পরিবহণে তা চার দফায় চালু করতে বলেছে তারা। এ দিনের বৈঠকে করের রিটার্ন জমার পদ্ধতি সরল করার বিষয়টি নিয়ে অবশ্য একমত হয়নি পরিষদ। তবে রফতানিকারীদের ইতিমধ্যেই যে সব ছাড় দেওয়া হচ্ছে, সেগুলি আপাতত বহাল থাকছে ১ অক্টোবর পর্যন্ত।
এ দিন অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, ‘‘এক একটি রাজ্যের মধ্যে পণ্য চলাচলের জন্য ১৫ এপ্রিল থেকে ই-ওয়ে বিল চালু হবে প্রথম দফায়। এ জন্য রাজ্যগুলিকে চার ভাগে ভাগ করা হয়েছে। শেষ পর্বে তা চালু করার দিন ধরা হয়েছে ১ জুন।’’
সরকারি সূত্রের খবর, ই-ওয়ে বিল চালুর প্রচেষ্টা বার বার কারিগরি ত্রুটির কারণে ধাক্কা খাওয়ায় দফায় দফায় সব রাজ্যে তা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিষদের সিদ্ধান্ত
• বিভিন্ন রাজ্যের মধ্যে দেশ জুড়ে ই-ওয়ে বিল ১ এপ্রিল থেকেই
• এক একটি রাজ্যের গণ্ডির মধ্যে পণ্য পরিবহণে তা চালু করা যাবে চার দফায়
• ১৫ এপ্রিল থেকে শুরু রাজ্যের মধ্যে ই-ওয়ে বিলের প্রথম দফা
• সেই সব রাজ্যের তালিকা জানানো হবে ৭ এপ্রিল
• ১ জুনের মধ্যে চালু হওয়ার কথা সব রাজ্য-সীমানার মধ্যেও
• রিটার্ন সরল নিয়ে ঐকমত্য হয়নি
• জিএসটিআর-৩বি ও জিএসটিআর-১ বহাল জুন পর্যন্ত
• রফতানিকারীদের জন্য আমদানিতে কর ছাড় বহাল ১ অক্টোবর পর্যন্ত
• ওই দিন থেকে চালু হওয়ার কথা ই-ওয়ালেট প্রকল্প
রিটার্ন সরল করার পদ্ধতি নিয়ে এ দিন সিদ্ধান্ত না হওয়ায় জিএসটিআর-৩বি ও জিএসটিআর-১ ফর্ম বহাল থাকছে জুন পর্যন্ত। অন্য দিকে, রফতানির জন্য আমদানিতে বিভিন্ন ছাড় চালু থাকছে ১ অক্টোবর পর্যন্ত। তার পরেও ছাড় দিতে চালু হবে ই-ওয়ালেট প্রকল্প।