প্রতীকী ছবি।
ঝিমুনি কাটিয়ে ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে বাজার। তার প্রভাব পড়ছে পণ্য এবং পরিষেবা কর (জিএসটি) আদায়েও। লকডাউন পর্ব শুরু হওয়ার পর গত অক্টোবর মাসেই জিএসটি বাবদ আদায় হয়েছিল ১ লক্ষ ৫ হাজার ১৫৫ কোটি টাকা। সদ্য শেষ হওয়া নভেম্বরেও জিএসটি থেকে আয়ে সেই একই ছবি দেখা গেল। অর্থাৎ পর পর দু’মাস জিএসটি বাবদ আয় ছাপিয়ে গেল ১ লক্ষ কোটির গণ্ডি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, জিএসটি আদায়ে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। নভেম্বরে জিএসটি বাবদ সরকারের কোষাগারে ঢুকেছে ১ লক্ষ ৪ হাজার ৯৬৩ কোটি টাকা যা গত বছর নভেম্বর মাসের তুলনায় ১.৪ শতাংশ বেশি।
করোনা সংক্রমণ রুখতে গত ২৫ মার্চ দেশ জুড়ে লকডাউন শুরু হয়। বিশেষজ্ঞদের মতে, লকডাউনে প্রায় ৬ মাস ধরে সঙ্কুচিত হয়েছিল বাজার। ফলে তার দীর্ঘস্থায়ী রেশ পড়েছে অর্থনীতিতে। কিন্তু সেই অবস্থা একটু একটু করে কাটতে শুরু করেছে। এই পরিস্থিতি যথেষ্ট উৎসাহব্যঞ্জক বলেই মনে করা হচ্ছে। অতিমারির প্রভাবে জিএসটি আদায়ে যে ঘাটতি এত দিন ছিল তা অনেকটাই মিটবে বলেও মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
আরও পড়ুন: এআই কিনতে ঝাঁপাবে টাটারা! ছড়াচ্ছে জল্পনা