প্রতীকী ছবি।
কোভিডের জন্য বেড়েছিল সময়সীমা। কিন্তু সেই বর্ধিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে এ বার জরিমানার পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করে দিল কেন্দ্র। আগে এই অঙ্ক ছিল ৫ হাজার টাকা। অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিলে ‘লেট ফাইন’ দিতে হবে ১০ হাজার টাকা।
আয়কর আইনের ২৩৪ এফ ধারা অনুযায়ী দেরিতে রিটার্ন জমা দেওয়ার জন্য জরিমানার নিয়ম পাশ হয় ২০১৭ সালের বাজেটে। ২০১৭-১৮ অর্থবর্ষেই তা কার্যকর হয়। সেই থেকেই এই নিয়মে নির্ধারিত সময়ের পরে রিটার্ন জমা দিলে ৫ হাজার টাকা জরিমানা দিতে হত। চলতি অর্থবর্ষ থেকে সেই জরিমানার অঙ্ক বাড়িয়ে করা হয়েছে দ্বিগুণ, অর্থাৎ ১০ হাজার টাকা।
কোভিডের জন্য এ বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর করেছিল সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস। আয়কর আইন অনুযায়ী, ৬০ বছরের নীচে আড়াই লক্ষ টাকার বেশি আয় হলে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। প্রবীণ নাগরিক অর্থাৎ ৬০ বছর থেকে ৮০ বছর বয়সি নাগরিকদের জন্য এই ঊর্ধ্বসীমা ৫ লাখ টাকা। তবে বিশেষ কিছু ক্ষেত্রে এ ক্ষেত্রে ছাড় রয়েছে আয়কর আইনে।
আরও পড়ুন: বিনামূল্যে করোনা টিকার সরকারি বার্তা চিকিৎসকদের মোবাইল ফোনে
আরও পড়ুন: কলকাতায় নয়া স্ট্রেন, আক্রান্ত ব্রিটেনফেরত স্বাস্থ্যকর্তার ছেলে