লক্ষ্য ভাঁড়ারে ৫.৬৬ লক্ষ কোটি

স্পেকট্রামের বড় মাপের নিলামে সবুজ সঙ্কেত

চলতি বছরে স্পেকট্রাম নিলামের পরিকল্পনা ছিলই। এ বার তাতে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৭টি ব্যান্ডের স্পেকট্রাম নিলামে ছাড়পত্র দিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জুন ২০১৬ ০৮:১৫
Share:

চলতি বছরে স্পেকট্রাম নিলামের পরিকল্পনা ছিলই। এ বার তাতে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৭টি ব্যান্ডের স্পেকট্রাম নিলামে ছাড়পত্র দিয়েছে। এই ‘মেগা’ নিলাম করে রাজকোষে প্রায় ৫.৬৬ লক্ষ কোটি টাকা আনার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের।

Advertisement

পরে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, ‘‘এটাই সম্ভবত দেশে সবচেয়ে বড় নিলাম হতে চলেছে।’’ গত বছরে স্পেকট্রাম নিলাম থেকে ১.১ লক্ষ কোটি টাকা আয় করেছিল কেন্দ্র। ১ সেপ্টেম্বর থেকে নিলাম শুরু হওয়ার কথা।

সম্প্রতি কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক ৭০০, ৮০০, ৯০০, ১৮০০, ২১০০, ২৩০০ ও ২৫০০ মেগাহার্ৎজ ব্যান্ডের ব্লক মিলিয়ে মোট ২৩০০ মেগাহার্ৎজেরও বেশি স্পেকট্রাম নিলাম করবে। এর ফলে ৪জি পরিষেবা সম্প্রসারণে সুবিধা হবে টেলিকম শিল্পের। এ বারই প্রথম ৪-জি পরিষেবার জন্য প্রয়োজনীয় ৭০০ মেগাহার্ৎজ স্পেকট্রামের নিলাম হওয়ার কথা। বিভিন্ন মন্ত্রককে নিয়ে তৈরি গোষ্ঠী যে-বিধি অনুমোদন করেছে তাতে ওই ৭০০ মেগাহার্ৎজ স্পেকট্রামের প্রতি মেগাহার্ৎজের ন্যূনতম দর ১১,৪৮৫ কোটি টাকা স্থির করা হয়েছে। টেলিকম শিল্পে এই ব্যান্ড-এর স্পেকট্রামের চাহিদা বেশি। কারণ ২১০০ মেগাহার্ৎজে (৩জি) পরিষেবা দেওয়ার যা খরচ, ৭০০ মেগাহার্ৎজের ক্ষেত্রে তা ৭০ শতাংশ কম। ৭০০ মেগাহার্ৎজের একটি ৫ মেগাহার্ৎজ ‘ব্লক’ নিতে হলে টেলি সংস্থাকে অন্তত ৫৭,৪২৫ কোটি টাকা খরচ করতে হবে। শুধু এই ব্যান্ডের নিলাম থেকেই কেন্দ্র ৪ লক্ষ কোটি টাকা আয় করতে পারে। তবে এর নিলাম নিয়ে আপত্তি তুলেছে শিল্পমহল। তারা মনে করছে এখনও এই পরিষেবার পরিবেশ তৈরি হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement