নতুন কতটা, আসবে কোথা থেকে, প্রশ্ন সেখানেই

ব্যাঙ্কে মূলধন ২.১১ লক্ষ কোটি টাকার

মঙ্গলবার মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়ে করা সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি, ২.১১ লক্ষ কোটির মধ্যে ১.৩৫ লক্ষ কোটি টাকা আসবে বাজারে বন্ড বেচে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা ও নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৭ ০২:০৪
Share:

পরামর্শ: অর্থমন্ত্রী অরুণ জেটলিকে ঘিরে রাজস্ব সচিব হাসমুখ আঢিয়া, অর্থ সচিব অশোক লাভাসা, মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মমণ্যন-সহ অর্থ মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। সাংবাদিক বৈঠকের পরে। নয়াদিল্লিতে মঙ্গলবার। ছবি: পিটিআই।

মজবুত অর্থনীতির জন্য জরুরি পোক্ত ব্যাঙ্কিং ব্যবস্থা। তা নিশ্চিত করতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে চলতি ও আগামী অর্থবর্ষ মিলিয়ে মোট ২.১১ লক্ষ কোটি টাকা শেয়ার মূলধন জোগানোর কথা ঘোষণা করল কেন্দ্র।

Advertisement

মঙ্গলবার মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়ে করা সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি, ২.১১ লক্ষ কোটির মধ্যে ১.৩৫ লক্ষ কোটি টাকা আসবে বাজারে বন্ড বেচে। বাকি ৭৬ হাজার কোটি বাজেট বরাদ্দ থেকে। কিন্তু অনেকের প্রশ্ন, অনুৎপাদক সম্পদে ব্যাঙ্কগুলির যা হাল, তাতে বাজারে ওই বন্ড কিনতে সাড়া আদৌ মিলবে তো?

ব্যাঙ্কিং বিশেষজ্ঞ তথা মার্চেন্টস চেম্বার অব কমার্সের ব্যাঙ্কিং সাব কমিটির চেয়ারম্যান স্মরজিৎ মিত্র বলেন, ‘‘অনুৎপাদক সম্পদ খাতে আর্থিক সংস্থান-সহ বাসেল-৩ নীতি কার্যকর করতে শেয়ার মূলধন বাড়াতেই হতো। কিন্তু সে জন্য মূলধনী বাজারের উপর নির্ভর করা ঝুঁকির।’’ তাঁর যুক্তি, সরকার অর্থ সংগ্রহে ক্রমশ বাজারের উপর চাপ বাড়াচ্ছে। এক দিকে বিলগ্নিকরণ খাতে ৭০ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য। তার উপর এই বন্ডের প্রস্তাব। তাঁর ধারণা, শেষমেশ বন্ডের সিংহভাগই কিনতে হতে পারে রাষ্ট্রায়ত্ত আর্থিক সংস্থাকে।

Advertisement

পরিচালন খরচ হ্রাস, অনুৎপাদক সম্পদ কমানোর পাশাপাশি কেন্দ্র জোর দিচ্ছে একাধিক ব্যাঙ্ক মিশিয়ে বড় ব্যাঙ্ক গড়ার উপরে। যে পরিকল্পনার আজ অনেক দিনেরই।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অনুৎপাদক সম্পদ ২০১৫-র মার্চের ২.৭৫ লক্ষ কোটি থেকে বেড়ে ২০১৭-র জুনে দাঁড়িয়েছে ৭.৩৩ লক্ষ কোটি! জেটলিদের দাবি, আগে তা আড়াল করা হত। এখন সামনে আসছে। অনেকের আবার দাবি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৭০ হাজার কোটি মূলধন ঢালার কথা ২০১৫-র ‘ইন্দ্রধনূষ’ প্রকল্পেই বলে কেন্দ্র। আইএমএফ এবং স্টেট ব্যাঙ্ক অবশ্য এ দিনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

উপুড়

• চলতি ও আগামী অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে মোট ২.১১ লক্ষ কোটি টাকার নতুন শেয়ার মূলধন জোগাবে কেন্দ্র

• এর মধ্যে ১.৩৫ লক্ষ কোটি আসবে বন্ড ছেড়ে। আর ৭৬ হাজার কোটি বাজেট বরাদ্দ

• ৭৬ হাজার কোটির মধ্যে ৫৮ হাজার কোটিই আসবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার বেচে

• বাকি ১৮ হাজার কোটি জোগাবে কেন্দ্র। তার মধ্যে ১০ হাজার কোটির কথা আবার বলা আছে এ বারের বাজেটেই লক্ষ্য

• অনুৎপাদক সম্পদের বোঝায় ধুঁকতে থাকা ব্যাঙ্ক-কে সুরাহা

• ছোট-মাঝারি সংস্থাকে সহজে ঋণ দিতে মূলধনের বন্দোবস্ত

• বাসেল-৩ বিধি মানা

খটকা যেখানে

• মূলধনের কথা আগেই বলা হয়েছিল ইন্দ্রধনূষ প্রকল্পে

• বাজারে বন্ড কেনার আগ্রহ আদৌ থাকবে কতখানি?

• এ জন্য রাজকোষ ঘাটতি মাত্রাছাড়া হবে না তো?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement