দীপাবলি ও ধনতেরাসের আগে সোনার দাম বাড়ল। ছবি: রয়টার্স।
সামনেই দীপাবলি।আসছে বিয়ের মরসুমও। তার আগে সোনার দাম আগুন। বুধবার প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৩২ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার ১৩০ টাকা দাম বেড়েছিল। বুধবার বেড়েছে আরও ২০ টাকা। তাতেইসোনার দামে এই পরিবর্তন। যা চলতি বছরে এখনও পর্যন্ত সর্বোচ্চ।
বুধবার ২০ টাকা বাড়ার পর, রাজধানীতে প্রতি ১০ গ্রাম ৯৯.৯ শতাংশ খাঁটি সোনার দাম বেড়ে ৩২ হাজার ৫০০ টাকায় দাঁড়িয়েছে। ৯৯.৫ শতাংশ খাঁটি সোনার দামও বেড়েছে ১৫০ টাকা। প্রতি ১০ গ্রামের দাম ৩২ হাজার ৩৫০ টাকা।
সোনার দাম বৃদ্ধির জন্য বিভিন্ন এলাকার ছোট খাটো স্বর্ণকারদের দায়ী করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই তাঁদের কাছে ভিড় জমাতে শুরু করেছেন স্থানীয় মানুষ। চলছে দীপাবলি ও ধনতেরাসের কেনাকাটা।আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা হঠাৎ বেড়ে যাওয়াতেও একলাফে দাম বেড়ে গিয়েছে সোনার।
আরও পড়ুন: রাজনৈতিক টানাপড়েনে পড়ল সূচক
তবে সোনার দাম বাড়লেও, রূপোর দাম পড়ে গিয়েছে ২০ টাকা। বুধবার প্রতি কেজি রূপোর দাম ছিল ৩৯ হাজার ৭৩০ টাকা।