প্রতীকী ছবি।
আশঙ্কা মিলিয়েই সোমবার কলকাতার বাজারে প্রায় ৯০০ টাকা বাড়ল পাকা সোনার (২৪ ক্যারাট) দাম। এই প্রথম প্রতি ১০ গ্রাম ছাড়াল ৪৪,০০০ টাকা। জিএসটি-সহ ৪৫,৩৭১ টাকা। গয়নার সোনাও (২২ ক্যারাট) পৌঁছেছে ৪১,৭৯০ টাকায়। ৩% কর যোগ করলে ৮৬৫ টাকা বেড়ে হয়েছে ৪৩,০৪৩ টাকা।
বিশেষজ্ঞদের দাবি, করোনাভাইরাসের আতঙ্কে বিশ্ব জুড়ে অস্থির শেয়ার বাজার। তাই সুরক্ষিত সোনায় লগ্নি বাড়ছে। ফলে বাড়ছে তার চাহিদা। বিশ্ব বাজারে চড়ছে দাম। আর ভারতে সোনার দাম মূলত ওঠানামা করে আন্তর্জাতিক দামের ভিত্তিতেই। তার উপর ডলারের সাপেক্ষে টাকার দাম তিন মাসের তলানি ছুঁয়েছে। এ দেশে প্রয়োজনীয় সোনার প্রায় সবটাই মেটাতে হয় আমদানি করে। আর তা হয় ডলারে। এই পরিস্থিতিতে বিদেশ থেকে সোনা কেনার জন্য ডলার জোগাড় করতে টাকা লাগছে বেশি। এটাও ঠেলে তুলছে সোনার দামকে।
সোনায় লগ্নি বাড়লেও দাম বাড়ার খেসারত দিচ্ছে গয়নার বাজার। চাহিদা তলানিতে। বিপাকে বিক্রেতারা। কারিগরেরাও। গয়না তৈরি কমায় টান পড়েছে তাঁদের আয়ে। যাঁদের রোজগার প্রতিটি গয়না পিছু মজুরিই।