এক ধাক্কায় ২৫ হাজারের নীচে নেমে গেল সোনার দাম। গত পাঁচ বছরের মধ্যে যা সর্বনিম্ন। সোমবার বাজার খুলতেই ৪ শতাংশ পড়ে যায় সোনার দর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্ববাজারে সবচেয়ে বড় ক্রেতা চিন সোনা বিক্রি করে দেওয়াতেই দাম ২৫ হাজারের নীচে চলে গিয়েছে।
গত ১৮ জুলাই ২৫০ টাকা কমে গিয়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম ২৬ হাজারের নীচে চলে গিয়েছিল। যা ছিল গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। কিন্তু এ দিন সেই রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। এক ধাক্কায় ৫২৪ টাকা কমে গিয়েছে প্রতি ১০ গ্রাম সোনার দাম।
আজকের দর: গয়নার সোনা
কলকাতা-২৪,৫৪০
দিল্লি-২৪,৪৬০
মুম্বই-২৪,৪৪০
চেন্নাই-২৪,৫০০