গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
জয়পুর ও নয়াদিল্লি, ৩০ নভেম্বর: আমেরিকার তোলা ঘুষের অভিযোগ ওড়াতে আসরে নামলেন গৌতম আদানি। শনিবার আদানি গোষ্ঠীর চেয়ারম্যানের দাবি, তাঁরা নীতি মেনে চলার জন্য দায়বদ্ধ। তার পরেও প্রতিটি আক্রমণ তাঁদের আরও শক্তিশালী করে। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আমেরিকা থেকে একগুচ্ছ অভিযোগ তোলা হয়েছে। এমন চ্যালেঞ্জের মুখে এই প্রথম পড়িনি আমরা। তবে প্রতিটি আক্রমণ আমাদের আরও মজবুত করে তোলে।’’ তাঁরা আইনি পদক্ষেপ করছেন জানিয়ে গৌতমের বক্তব্য, ‘‘কায়েমি স্বার্থে প্রকাশিত অসংখ্য খবর সত্ত্বেও বাস্তব সত্যি হল, আদানিদের তরফে কেউ কোনও বিধি লঙ্ঘনে অভিযুক্ত হননি কিংবা বিচারের প্রক্রিয়ায় বাধা দেওয়ার ষড়যন্ত্র করেননি।’’
এ দিকে, আমেরিকায় আদানিদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে শুক্রবার বিদেশ মন্ত্রক জানিয়েছিল, ভারত সরকার এই তদন্তে অংশ নিচ্ছে না। এটি ‘বেসরকারি সংস্থা, কয়েক জন ব্যক্তি এবং আমেরিকার বিচার বিভাগীয় দফতর’-এর মধ্যে আইনি বিষয়। শনিবার এর জবাবেই বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের কটাক্ষ, তদন্ত তো কার্যত ভারত সরকারের বিরুদ্ধেই। নিজেদের বিরুদ্ধে তদন্তে কী ভাবে অংশ নিতে পারে তারা।
উল্লেখ্য, আমেরিকার বিচার বিভাগ এবং বাজার নিয়ন্ত্রক গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর আদানি এবং আদানি গ্রিন এনার্জির কিছু আধিকারিকের বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগ সৌর বিদ্যুৎ বিক্রির বরাত পেতে ঘুষ দেওয়ার এবং তা গোপন করে তহবিল তুলে প্রতারণার।
সংবাদ সংস্থা