Foreign Investment in India

আগামী বছরের মধ্যেই ভারতে কর্মী সংখ্যা দ্বিগুণ হবে, বড় ঘোষণা ফক্সকনের

ফক্সকন বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তি নির্মাতা সংস্থা যারা চুক্তির ভিত্তিতে বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণ করে। ফক্সকন অ্যাপলের মতো সংস্থাকেও যন্ত্রাংশ সরবরাহ করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৬
Share:

বড় ঘোষণা ফক্সকনের প্রতিনিধিত্বমূলক ছবি।

সুখবর দিল তাইওয়ানের প্রযুক্তি সংস্থা ফক্সকন। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মধ্যেই ভারতে কর্মী সংখ্যা এবং বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ করতে চায় তাইওয়ানের এই সংস্থা।

Advertisement

ফক্সকন বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তি নির্মাতা সংস্থা যারা চুক্তির ভিত্তিতে বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণ করে। ফক্সকন অ্যাপলের মতো সংস্থাকেও যন্ত্রাংশ সরবরাহ করে। বর্তমানে তাদের তামিলনাড়ুর সংস্থায় ৪০ হাজারের বেশি কর্মী কাজ করেন।

প্রধানমন্ত্রী মোদীর ৭৩তম জন্মদিনে এই সংস্থার ভারতীয় মুখপাত্র ভি লি লিঙ্কডইনে জানান, তাঁদের লক্ষ্য আগামী বছরের মধ্যে কর্মী সংখ্যা, বিদেশি বিনিয়োগ এবং ভারতে ব্যবসার পরিমাণ দ্বিগুণ করা। গত অগস্ট মাসে কর্নাটক সরকার ঘোষণা করে, রাজ্যে দু’টি প্রকল্পের জন্য পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ফক্সকন। এই প্রকল্পে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হবে। বেঙ্গালুরু বিমানবন্দরের কাছে ৩০০ একর জমিতে তৈরি হতে চলেছে এই সংস্থার কারখানা, যেখানে প্রায় এক লক্ষের কাছাকাছি কর্মসংস্থান হওয়ার কথা।অ্যাপল ছাড়াও আমেরিকার বিভিন্ন সংস্থা যন্ত্রাংশ তৈরির জন্য বিভিন্ন ক্ষেত্রেই চিনের উপর নির্ভরশীল। বর্তমানে অর্থনীতির পরিবর্তিত পরিস্হিতিতে অনেক সংস্হাই ভারত, ভিয়েতনাম-সহ বিভিন্ন দেশে বিনিয়োগের কথা ভাবছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement