—প্রতীকী চিত্র।
গত মাসে ভারতের বাজারে ৩৫,০০০ কোটি টাকার শেয়ার কিনেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। ১৫৩৯ কোটি ঢেলেছিল ফেব্রুয়ারিতে। কিন্তু চলতি মাসে বেমালুম উল্টোমুখী তারা। মাত্র এক সপ্তাহে (৫ এপ্রিল পর্যন্ত) এ দেশে ৩২৫ কোটি টাকার শেয়ার বেচেছে। বিশেষজ্ঞ মহলের দাবি, ভারতে এখন বাজার চড়া। ফলে পতনের ঝুঁকি বেড়েছে। তার উপর নির্বাচন শুরু এপ্রিলেই। সব মিলিয়ে তাই সতর্ক ওই সব সংস্থা। আরও কিছু দিন এ দেশ থেকে পুঁজি তুলতে পারে।
আর্থিক উপদেষ্টা ক্যাপিটালমাইন্ডের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট কৃষ্ণা অপ্পালার দাবি, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি এখন এ দেশের শেয়ারে বিনিয়োগ এড়াচ্ছে ঠিকই। তবে ভোট মিটলে বা আমেরিকায় সুদ কমার ইঙ্গিত পেলে ফিরতে পারে। আর্থিক পরিষেবা সংস্থা জিয়োজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার বলছেন, আমেরিকায় ১০ বছর মেয়াদি বন্ডের ইল্ড বেড়ে ৪.৪% হওয়ায় স্বল্প মেয়াদে বিদেশি লগ্নির সেখানে সরার আশঙ্কা। তবে তারা ভারতের বাজার থেকে বেশি দিন দূরে থাকতে পারবে না। কারণ তা চাঙ্গা ও অবিরাম নজির গড়ছে।
এ দেশের ঋণপত্রে অবশ্য গত সপ্তাহে ১২১৫ কোটি বিদেশি লগ্নি এসেছে। ভারত সরকারের ১০ বছরের বন্ডে ইল্ড এখন ৭.১%। বিশেষজ্ঞেদের মতে, ভারত বা আমেরিকা, ঋণপত্রেই বেশি লাভ দেখছে তারা। তার উপর জেপি মর্গ্যানের সূচকে যুক্ত হবে সরকারি বন্ড। তাই গত তিন মাসেই বিপুল লগ্নি টেনেছে বন্ড বাজার (১৮,০০০ কোটি টাকা করে)।