খোশমেজাজে: জেটলি ও ল্যাগার্দে। ওয়াশিংটনে। ছবি: রয়টার্স।
ভারতীয় অর্থনীতি মাঝারি মেয়াদে ‘জোরকদমে’ এগিয়ে যেতে পারবে। আপাতত আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই করলেও রবিবার ফের এই ভরসা দিয়েছেন আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ)-এর এমডি ক্রিস্টিন ল্যাগার্দে। আইএমএফ ও বিশ্বব্যাঙ্কের বার্ষিক বৈঠক উপলক্ষে আয়োজিত সভায় এই মন্তব্য করেন ল্যাগার্দে। পাশাপাশি, আইএমএফে ভারতের মতো উন্নয়নশীল দেশের প্রতিনিধিত্ব আরও বাড়ানোর দাবিতে সরব হলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
বিশ্বব্যাঙ্ক, এডিবি ও অন্য কিছু প্রতিষ্ঠানের মতোই সম্প্রতি ভারতের বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে আইএমএফ-ও। নোট বাতিল ও তড়িঘড়ি পণ্য-পরিষেবা কর (জিএসটি) চালু করাকেই এর কারণ হিসেবে চিহ্নিত করেছে তারা। ২০১৭ সালের জন্য জুলাইয়ে করা পূর্বাভাস ছিল ৭.২%। তা থেকে সেটা ৬.৭ শতাংশে নামিয়ে এনেছে আইএমএফ। কিন্তু ল্যাগার্দে বিষয়টি স্পষ্ট করে দিয়ে বলেন, ‘‘এটা ঠিক, আমরা ভারতের বৃদ্ধি কিছুটা ঢিমেতালে চলার ইঙ্গিত দিয়েছি। তবে মাঝারি ও লম্বা মেয়াদে ভাল বৃদ্ধির রাস্তাতেই থাকবে তারা।’’ অর্থনীতির কাঠামো বদলাতে নোটবন্দি ও জিএসটি চালু করাকে বড় মাপের সংস্কারের তকমাও দিয়েছেন ল্যাগার্দে। তাঁর মতে এর হাত ধরেই বড় মেয়াদে আরও শক্ত ভিতের উপর দাঁড়াবে ভারতীয় অর্থনীতি।