হাতবদল নাকি স্রেফ সময়ের অপেক্ষা

ভারতের ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টকে রিটেল বহুজাতিক ওয়ালমার্ট কিনে নিতে পারে— এই জল্পনা চলছে বহু দিন ধরে। সূত্রের দাবি, এ বার সেই জল্পনা সত্যি হওয়া নাকি স্রেফ সময়ের অপেক্ষা। তাদের খবর, চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ মে ২০১৮ ১২:০২
Share:

ভারতের ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টকে রিটেল বহুজাতিক ওয়ালমার্ট কিনে নিতে পারে— এই জল্পনা চলছে বহু দিন ধরে। সূত্রের দাবি, এ বার সেই জল্পনা সত্যি হওয়া নাকি স্রেফ সময়ের অপেক্ষা। তাদের খবর, চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে। ফলে তার অপেক্ষাতেই এখন প্রহর গুনছে সংশ্লিষ্ট মহল। কারণ একাংশের ধারণা, এই হাতবদল ই-কমার্স ব্যবসার ছবি বদলে দিতে পারে অনেকটাই। বিশেষত মূল প্রতিদ্বন্দ্বী, আর এক মার্কিন নেট বাজার অ্যামাজনের সঙ্গে টক্কর নেওয়াই যেখানে এর লক্ষ্য। এবং সেই লড়াইয়ে জমি না ছাড়ার ইঙ্গিত দিয়ে তারাও ২,৬০০ কোটি টাকার নতুন মূলধন ঢেলেছে ভারতের ব্যবসায়।

Advertisement

সূত্রের ইঙ্গিত, ফ্লিপকার্টের সিংহভাগ (৬০-৮০ শতাংশ) ‌শেয়ার প্রায় ১,৫০০ কোটি ডলারে (১ লক্ষ কোটি টাকারও বেশি) কিনতে পারে ওয়ালমার্ট। ফ্লিপকার্টে নিজেদের প্রায় সব শেয়ার বেচে দিতে পারে দুই বৃহৎ লগ্নিকারী সফ্‌টব্যাঙ্ক গোষ্ঠী ও টাইগার গ্লোবাল ম্যানেজমেন্ট। এবং এই চুক্তির জন্য সংস্থাটির সম্ভাব্য মূল্যায়ন হয়েছে প্রায় ২,০০০ কোটি ডলার (১.৩৬ লক্ষ কোটি টাকার বেশি)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement