টাটা মোটরসের যন্ত্রাংশ কারখানায় আগুন সানন্দে

গুজরাতের সানন্দে টাটা মোটরসের একটি সহযোগী যন্ত্রাংশ কারখানায় বৃহস্পতিবার আগুন লাগে। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনে। কেউ হতাহত হননি বলে দাবি টাটা মোটরসের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুন ২০১৬ ০৮:১৭
Share:

গুজরাতের সানন্দে টাটা মোটরসের একটি সহযোগী যন্ত্রাংশ কারখানায় বৃহস্পতিবার আগুন লাগে। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনে। কেউ হতাহত হননি বলে দাবি টাটা মোটরসের। তারা জানিয়েছে, সুপ্রিম থ্রেভস নামে ওই সংস্থা ন্যানো গাড়ির ‘ট্রিম’ যন্ত্রাংশ সরবরাহ করে। আগুন লাগায় ন্যানো-র উৎপাদনের উপর কোনও প্রভাব পড়বে কি না, তা খতিয়ে দেখছে তারা। তবে এ দিনও ন্যানো তৈরি হয়েছে। পাশাপাশি, সানন্দে টাটাদের মূল কারখানায় ন্যানো ছাড়া টিয়াগো-ও তৈরি হয়। এই অগ্নিকাণ্ডের কোনও প্রভাব টিয়াগো-র উপর পড়বে না বলেই দাবি টাটা মোটরসের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement