GDP

রিপোর্টে বৃদ্ধি ঘিরে সন্দেহ

ইওয়াই ইকনমি ওয়াচের মার্চের সংস্করণে বলা হয়েছে, তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) বৃদ্ধির হার ছিল ৬.২%। সে ক্ষেত্রে গোটা অর্থবর্ষের তাকে ৬.৫ শতাংশে পৌঁছতে হলে জানুয়ারি-মার্চে হতে হবে ৭.৬%।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ০৭:১৩
Share:
ইওয়াই ইকনমি ওয়াচের মার্চের সংস্করণে বলা হয়েছে, তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) বৃদ্ধির হার ছিল ৬.২%।

ইওয়াই ইকনমি ওয়াচের মার্চের সংস্করণে বলা হয়েছে, তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) বৃদ্ধির হার ছিল ৬.২%। —প্রতীকী চিত্র।

চলতি অর্থবর্ষে (২০২৪-২৫) ভারতের জিডিপি ৬.৫% হারে বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিল জাতীয় পরিসংখ্যান দফতর (এনএসও)। কিন্তু বাস্তবে অর্থনীতি কি সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে? মূল্যায়ন সংস্থা ইওয়াই-এর রিপোর্ট এ ব্যাপারে কিছুটা সন্দিহান।

Advertisement

ইওয়াই ইকনমি ওয়াচের মার্চের সংস্করণে বলা হয়েছে, তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) বৃদ্ধির হার ছিল ৬.২%। সে ক্ষেত্রে গোটা অর্থবর্ষের তাকে ৬.৫ শতাংশে পৌঁছতে হলে জানুয়ারি-মার্চে হতে হবে ৭.৬%। যা খুব সহজ নয়। রিপোর্টে ব্যাখ্যা, ‘‘সে ক্ষেত্রে শেষ ত্রৈমাসিকে বাজারে কেনাকাটা বৃদ্ধির হার ৯.৯% হতে হবে। সাম্প্রতিক কালে এই ক্ষেত্রে এতটা বৃদ্ধি দেখা যায়নি।... বিকল্প রাস্তা হল লগ্নি বৃদ্ধি। যেখানে সরকারের মূলধনী খরচের ভূমিকা গুরুত্বপূর্ণ।’’ এই প্রেক্ষিতে ইওয়াই-এর পূর্বাভাস, বৃদ্ধির হার পৌঁছতে পারে ৬.৪ শতাংশে। ২০২৫-২৬ অর্থবর্ষে তা হতে পারে ৬.৫%। সেই সঙ্গে দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে মানবসম্পদকে গুরুত্ব দিয়ে আর্থিক কৌশল তৈরি করতে হবে। জনসংখ্যা বৃদ্ধি এবং বদলে যাওয়া আর্থিক কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে খরচ বাড়াতে হবে শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা খাতে। যেমনটা করে থাকে উঁচু আয়ের দেশগুলি।


Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement