বিমামূল্য বাড়ানোর প্রস্তাব মানলেন ইপিএফ কর্তৃপক্ষ

কর্মী প্রভিডেন্ট ফান্ড সংস্থার (ইপিএফও) পেনশন ও বিমা প্রকল্প বিষয়ক কমিটি বুধবার এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনশিওরেন্স প্রকল্পের (ইডিএলআই) আওতায় সর্বোচ্চ বিমামূল্য বাড়িয়ে ৫.৫ লক্ষ টাকা করার প্রস্তাবে সায় দিল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০১:০৬
Share:

কর্মী প্রভিডেন্ট ফান্ড সংস্থার (ইপিএফও) পেনশন ও বিমা প্রকল্প বিষয়ক কমিটি বুধবার এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনশিওরেন্স প্রকল্পের (ইডিএলআই) আওতায় সর্বোচ্চ বিমামূল্য বাড়িয়ে ৫.৫ লক্ষ টাকা করার প্রস্তাবে সায় দিল। কর্মী পিএফ খাতে জমা আমানতের উপর ভিত্তি করে চালু ওই প্রকল্পে এখন তা ৩.৬ লক্ষ। এতে উপকৃত হবেন পিএফের আওতায় থাকা ছ’কোটিরও বেশি সদস্য।

Advertisement

এ ছাড়া, যে সব সদস্য এক বছরের কম সময় চাকরি করেছেন এবং যাঁদের চাকরির মেয়াদ এক বছর সম্পূর্ণ হয়েছে, উভয়ের ক্ষেত্রে একই পদ্ধতিতে বিমামূল্য হিসাব করার প্রস্তাবেও এ দিন অনুমতি দিয়েছে কমিটি।

এ বার বিষয়গুলি ইপিএফও-র অছি পরিষদের সামনে পেশ করা হবে ১৬ সেপ্টেম্বর। শ্রমমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসবে তারা। পরিষদের সায় মেলার পরে ইডিএলআই প্রকল্পে সংশোধন আনবে শ্রম মন্ত্রক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement