—প্রতীকী ছবি।
প্যান ২.০-র পর ইপিএফওতে ৩.০। বেসরকারি সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে (পিএফ) এ বার বড় বদল আনতে চলেছে কেন্দ্র। নতুন নিয়মে এটিএম থেকে সরাসরি পিএফের টাকা তুলতে পারবেন ইপিএফওর গ্রাহক। আগামী বছরের (পড়ুন ২০২৫) মাঝামাঝি এটি চালু হবে বলে সূত্র মারফত মিলেছে খবর।
বেসরকারি সংস্থার কর্মীরা ইমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ডের আওতাভুক্ত। এই তহবিলের নিয়ন্ত্রণকারী সংস্থা হল এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন বা ইপিএফও। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের আওতায় থাকা সংশ্লিষ্ট সংস্থাটির নিয়ম অনুযায়ী, বেসরকারী সংস্থার কর্মী তাঁর বেতনের ১২ শতাংশ পিএফ তহবিলে জমা করতে পারেন। সব পরিমাণ অর্থ ওই কর্মীর নিয়োগকারী সংস্থাকেও জমা করতে হয়।
শ্রম মন্ত্রক সূত্রে খবর, এই নিয়মের পরিবর্তন করতে চলেছে কেন্দ্র। নতুন নিয়মে বেসরকারী সংস্থার কর্মীদের ক্ষেত্রে পিএফ তহবিলে টাকা রাখার ঊর্ধ্বসীমা আর ১২ শতাংশে আটকে থাকবে না। ইচ্ছামতো ওই তহবিলে টাকা জমাতে পারবেন তিনি।
সূত্রের খবর, খুব দ্রুত প্রভিডেন্ট ফান্ডের এই নিয়মের কথা ঘোষণা করবে ইপিএফও। কর্মীরা পিএফ তহবিলে টাকা জমানোর পরিমাণ বৃদ্ধি করলেও নিয়োগকারী সংস্থার ক্ষেত্রে তা অপরিবর্তিত থাকবে। প্রভিডেন্ট ফান্ডে স্থিতিশীলতা আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক শ্রম মন্ত্রকের এক আধিকারিক। তাঁর কথায়, ‘‘এই সংক্রান্ত আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। গ্রাহকদের আরও বেশি সঞ্চয়ের স্বাধীনতা দেওয়াই সরকারের মূল লক্ষ্য।’’
নতুন নিয়মে গ্রাহকেরা ভবিষ্যতের সুবিধার জন্য তাঁদের প্রদেয় অতিরিক্ত অর্থ উচ্চ পেনশনে রূপান্তর করতে পারবেন বলে সরকারি তরফে ইঙ্গিত মিলেছে। এটিএম থেকে সরাসরি প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে বিশেষ কার্ড বিলি করবে শ্রম মন্ত্রক। ২০২৫ সালের মে-জুন মাস নাগাদ গোটা প্রক্রিয়া চালু করা যাবে বলে মনে করা হচ্ছে।