Electricity

কেন্দ্রের জোর বিদ্যুৎ-সরঞ্জাম উৎপাদনে

চিনের সঙ্গে সীমান্ত সংঘর্ষের পরে সে দেশ থেকে বিদ্যুৎ শিল্পে যন্ত্র বা যন্ত্রাংশ আমদানিতে সায় দেওয়া হবে না বলে আগেই বলেছেন সিংহ। আজ এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, টাস্ক ফোর্সটির জন্য লক্ষ্য বাঁধা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ০৪:২৭
Share:

প্রতীকী চিত্র

দেশে বিদ্যুৎ ক্ষেত্রে জরুরি সরঞ্জামের উৎপাদন কেন্দ্র গড়তে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানালেন বিদ্যুৎমন্ত্রী আর কে সিংহ। পাশাপাশি বুধবার তিনি বলেন, দেশে উৎপাদনে জোর দিতে ও বিদেশি সংস্থাগুলির উপরে নির্ভরতা কমাতে যন্ত্রাংশ আমদানিতেও কড়া নজর রাখছে কেন্দ্র। তাঁর দাবি, সংশ্লিষ্ট ক্ষেত্রে দেশে উৎপাদন বাড়াতে পারলে কাজের সুযোগ বাড়বে।

Advertisement

চিনের সঙ্গে সীমান্ত সংঘর্ষের পরে সে দেশ থেকে বিদ্যুৎ শিল্পে যন্ত্র বা যন্ত্রাংশ আমদানিতে সায় দেওয়া হবে না বলে আগেই বলেছেন সিংহ। আজ এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, টাস্ক ফোর্সটির জন্য লক্ষ্য বাঁধা হয়েছে। দেশে কমপক্ষে তিনটি-চারটি উৎপাদন কেন্দ্র গড়তে চান তাঁরা। যেখানে সংস্থাগুলি সস্তায় জমি থেকে বিদ্যুৎ সব পাবে। কেন্দ্রগুলিতে কমন টেস্টিং সেন্টারও গড়া হবে।বিদ্যুৎ ক্ষেত্রে সাইবার হানা নিয়েও কেন্দ্র সতর্ক দৃষ্টি রাখছে, জানান সিংহ। তাঁর কথায়, দেশের বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থা একটা গ্রিডে ধরে রাখা রয়েছে। কোথাও একটা অংশ বসলে, বাকিটাও বন্ধ হবে। তাই সব ধরনের আমদানিতে কড়া নজরদারি বা পরীক্ষা জরুরি। মন্ত্রীর পরামর্শ, ঝুঁকির আশঙ্কা রয়েছে এমন দেশ থেকে আমদানি বন্ধ করতে হবে। নজর থাকছে প্রতিটি পণ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement