প্রতীকী ছবি।
সম্প্রতি বিভিন্ন ঋণের মাসিক কিস্তি তিন মাস স্থগিত রাখার সুবিধা খুলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অনুমতি দেওয়ায় ইতিমধ্যেই সে কথা ঘোষণা করেছে বিভিন্ন ব্যাঙ্ক। কিন্তু অনেক ব্যাঙ্ক কর্তৃপক্ষের মতে, ইএমআই স্থগিতের অজুহাতে ফের ব্যাঙ্ক জালিয়াতি চক্র সক্রিয় হতে পারে। তাই ব্যাঙ্কের তরফ থেকে এসএমএস পাঠিয়ে গ্রাহকদের সতর্ক করা হচ্ছে। যদিও অনেকেই বলছেন, বহু গ্রাহক সতর্কতাকে আমল দেন না বলেই ভুরি ভুরি জালিয়াতির অভিযোগ ওঠে।
বিভিন্ন ব্যাঙ্কের দাবি, ইএমআই স্থগিতের জন্য ব্যাঙ্ক কাস্টমার আইডি, নেট ব্যাঙ্কিং পাসওয়ার্ড, ইউপিআই পিন, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি)-এর মতো গোপন তথ্য চায় না। ফলে এই সব জানতে চেয়ে ফোন পেলেই পুলিশ ও ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে জানান।
সাইবার বিশেষজ্ঞদের একাংশ বলছেন, অনেক ক্ষেত্রে ব্যাঙ্কের নাম করে লিংক পাঠানো হতে পারে। তাই অনলাইনে ব্যাঙ্কের কাজ বা লেনদেন করার ক্ষেত্রে আগে যাচাই করে নিন। তাঁদের বার্তা, যে কোনও সঙ্কটের সময় জালিয়াতরা সক্রিয় হয়। কারণ, অনেকেই এ সময় মাথা ঠান্ডা করে কাজ করেন না। বিপদ এড়াতে তাই তড়িঘড়ি না-করে ব্যাঙ্কের সতর্কবার্তা খেয়াল রাখতেই হবে।