—ফাইল ছবি
বেআইনি অর্থ লেনদেন আইনে এক মামলায় এয়ার এশিয়ার সিইও টনি ফার্নান্ডেজ এবং সংস্থার প্রাক্তন ও বর্তমান কয়েক জন আধিকারিককে তলব করল ইডি। টাটা গোষ্ঠীর বরখাস্ত চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির এক অভিযোগের ভিত্তিতে ২০১৮ সালে এই তদন্ত শুরু হয়। অভিযোগ ছিল, এয়ার এশিয়া ইন্ডিয়ার জন্য বেআইনি ভাবে আন্তর্জাতিক উড়ানের লাইসেন্স পেতে সরকারি নীতিকে বদলের চেষ্টা করেছিল ওই সংস্থা। সূত্রের খবর, ২০ জানুয়ারি ফার্নান্ডেজকে ইডি-র দফতরে হাজিরা দিতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এয়ার এশিয়া ও এয়ার এশিয়া ইন্ডিয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।