প্রতীকী ছবি।
মার্কিন-চিন শুল্ক যুদ্ধের জেরে অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ছে আন্তর্জাতিক বাণিজ্যে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পূর্বাভাস, এর জেরে গত অর্থবর্ষের চেয়ে এ বার বাণিজ্য বৃদ্ধির হার কমবে। এ দিকে মঙ্গলবার আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ) জানিয়েছে, যা ভাবা হয়েছিল, চলতি বছরে বিশ্বে আর্থিক বৃদ্ধির হার হবে তার থেকেও কম। তবে ২০১৯ সালের শেষ দিক থেকে অর্থনীতি কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে।
২০১৮ সালে বাণিজ্য বেড়েছিল ৩%। বছরের শুরুতে ডব্লিউটিও বলেছিল, এ বছরে তা হবে ৩.৭%। কিন্তু এখন সেই হার ছেঁটে ২.৬% করেছে তারা। ডব্লিউটিওর ডিরেক্টর জেনারেল রবার্তো আজ়েভেদোর মতে, বাণিজ্য বাড়াতে শুল্ক যুদ্ধ ঘিরে তৈরি উত্তেজনা স্তিমিত হওয়া জরুরি।
আর আইএমএফ প্রধান ক্রিস্টিন ল্যাগার্দ মনে করেন, ব্রেক্সিট, চড়া সরকারি ঋণ, বাণিজ্য যুদ্ধ এবং অস্থির বাজার বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। তবে তাঁর মতে, মন্দার আশঙ্কা এখনই নেই। বিশেষত চিনা অর্থনীতিতে ত্রাণ, বিভিন্ন দেশে শীর্ষ ব্যাঙ্কের পদক্ষেপে আগামী দিনে অবস্থার উন্নতি ঘটতে পারে।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
ইইউয়ের অভিযোগ: আমদানি শুল্ক চাপানো নিয়ে ভারত ও তুরস্কের বিরুদ্ধে ডব্লিউটিওতে অভিযোগ জানাল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মোবাইল-সহ কিছু তথ্যপ্রযুক্তি পণ্য ও যন্ত্রাংশে ভারত ৭.৫%-২০% শুল্ক বসানোয় আপত্তি তুলেছে ইইউ। তুরস্কের বিরুদ্ধে তাদের অভিযোগ ওষুধ শিল্পে কর নিয়ে।