Oil Price

Fuel Price: এ মাসে তেলের দাম বেড়েছে আড়াই টাকারও বেশি

বার বার আর্জি সত্ত্বেও তেলে উৎপাদন শুল্ক কমায়নি মোদী সরকার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২১ ০৬:২৭
Share:

প্রতীকী চিত্র

দেশের প্রথম মেট্রো শহর হিসেবে ডিজ়েলের দর ‘সেঞ্চুরি’ করল মুম্বইতে। শনিবার বাণিজ্য নগরিতে গণ-পরিবহণের ওই জ্বালানি লিটার পিছু ১০০.২৯ টাকায় বিকিয়েছে। যা দেখে আশঙ্কার প্রহর গুনতে শুরু করেছে কলকাতা-সহ বাকি মেট্রো শহরগুলি। গত মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত কলকাতায় (আইওসি-র পাম্পে) পেট্রল দামি হয়েছে ১.৭৩ টাকা। দাঁড়িয়েছে ১০৪.৮০ টাকা। টানা ছ’দিনে লিটার পিছু মোট ২.০৬ টাকা বেড়ে ডিজ়েল এখন ৯৫.৯৩ টাকা। শুধু এ মাসেই জ্বালানি দু’টির দাম বৃদ্ধির পরিমাণ যথাক্রমে ২.৬৩ ও ২.৯৬ টাকা। সংশ্লিষ্ট মহল বলছে, অবিলম্বে দাম না-কমলে কলকাতাতেও ডিজ়েল ১০০ টাকা পার করবে। যাতায়াত ও পণ্য পরিবহণের খরচ কোথায় পৌঁছবে, তা ভেবে শিহরিত আমজনতা থেকে শিল্প। রাজস্থান, ওড়িশা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গনার কিছু জায়গায় অবশ্য ডিজ়েল ১০০ টাকা ছুঁয়েছে আরও আগেই।

Advertisement

বার বার আর্জি সত্ত্বেও তেলে উৎপাদন শুল্ক কমায়নি মোদী সরকার। গ্যাসের ভর্তুকি প্রায় উধাও। অথচ উৎসবের মরসুমে দু’টিরই দাম বাড়ায় মূল্যবৃদ্ধির হার চড়ার আশঙ্কা দানা বাঁধছে। জ্বালানির দর ও তেলের শুল্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রিজ়ার্ভ ব্যাঙ্কও। ঋণনীতি ঘোষণার সময়ে গভর্নর শক্তিকান্ত দাস জানান, তেলের কর নিয়ে কেন্দ্রকে সতর্ক করেছেন তাঁরা। অগস্টেও কর কমানোর পক্ষে সওয়াল করেছিলেন তিনি। যদিও তার পরে এত দিন পেরোলেও আমজনতার কপালে সেই সুরাহা জোটেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement