প্রতীকী ছবি।
নিয়ম ভাঙার অভিযোগে আদানি গোষ্ঠীর কিছু সংস্থার বিরুদ্ধে সেবি এবং ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্ট্যালিজেন্স (ডিআরআই) তদন্ত করছে বলে সংসদে জানাল কেন্দ্র। লোকসভায় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, বাজার নিয়ন্ত্রক তাদের কিছু নিয়ম ভাঙার অভিযোগ খতিয়ে দেখছে। ডিআরআই আইন লঙ্ঘনের তদন্ত করছে। গোষ্ঠীর কোন সংস্থার বিরুদ্ধে তদন্ত চলছে, তা জানাননি তিনি। তবে বলেছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদানিদের বিরুদ্ধে তদন্ত করেনি।
আজ মন্ত্রী বলেন, মরিশাসের তিনটি ফান্ড সংস্থার বেশিরভাগ লগ্নিই ছিল আদানি গোষ্ঠীর কিছু সংস্থায়। ২০১৬ সালের ১৬ জুন ওই আলবালা, ক্রেস্টা এবং এপিএমএস ফান্ড তিনটির অ্যাকাউন্ট বন্ধের (ফ্রিজ়) নির্দেশ দেয় সেবি। আদানি গোষ্ঠীর ছ’টি সংস্থা বাজারে নথিভুক্ত। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির হাতে থাকা এই সব শেয়ার নিয়মিত লেনদেন হয়।
উল্লেখ্য, গত ১৪ জুন ওই ফান্ড সংস্থাগুলির অ্যাকাউন্ট বন্ধের খবর প্রথম সামনে আসে। তারা প্রায় ৯৫% তহবিলই ঢেলেছে গৌতম আদানির গোষ্ঠীতে। যার অঙ্ক প্রায় ৬০০ কোটি ডলার (প্রায় ৪৫,০০০ কোটি টাকা)। আদানিদের অবশ্য দাবি, গোষ্ঠী সব নিয়মই মেন চলে। সম্প্রতি সেবি-র কোনও নির্দেশ তারা পায়নি।