এই অর্থবর্ষের (২০১৫-’১৬) তৃতীয় ত্রৈমাসিকে চলতি খাতে বিদেশি মুদ্রা লেনদেন ঘাটতির অঙ্ক দাঁড়িয়েছে ৭১০ কোটি ডলারে। যা অভ্যন্তরীণ উৎপাদনের ১.৩%। গত বছর একই সময়ে এই পরিমাণ ছিল ৭৭০ কোটি বা জিডিপির ১.৫%। মূলত বাণিজ্য কমার হাত ধরেই ঘাটতি কমেছে বলে সোমবার জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।