ফাইল চিত্র।
গাড়ি শিল্পে টানা ভাটা। নির্মাণ, পরিকাঠামো শিল্পের অবস্থাও সুবিধের নয়। এ সবের জেরে টান পড়েছে ইস্পাতের চাহিদাতেও। টাটা স্টিলের শীর্ষ কর্তা সম্প্রতি তাঁদের বিভিন্ন প্রকল্পে লগ্নি ছাঁটাই ও বিদেশে কিছু শাখা সংস্থা বন্ধের কথা বলেছেন। এই শিল্পের পরিস্থিতি নিয়ে ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ (ইন্ড-রা) এ বার তাদের মূল্যায়ন কমাল। চলতি অর্থবর্ষে তা স্থিতিশীল (স্টেবল) থেকে নেতিবাচক (নেগেটিভ) করেছে তারা।
এর আগে ইন্ডিয়া রেটিংসের পূর্বাভাস ছিল, ২০১৯-২০ অর্থবর্ষে দেশে ইস্পাত শিল্পের বৃদ্ধির হার ছোঁবে ৭-৮%। মঙ্গলবার সংস্থার ডিরেক্টর রোহিত সাদাকা জানান, ইস্পাত ব্যবহারী শিল্পের (গাড়ি, আবাসন, নির্মাণ, মূলধনী পণ্য) ব্যবসা কমছে। ফলে ইস্পাতের চাহিদাও কমছে। তাই আগের পূর্বাভাস সংশোধন করে তাঁদের বক্তব্য, ইস্পাত শিল্পে বৃদ্ধির হার কমে ৪% হবে। তবে কেন্দ্রের সাম্প্রতিক ঘোষণাগুলি কার্যকর হলে অর্থবর্ষের দ্বিতীয়ার্ধ থেকে বাজারের মনোভাব কিছুটা চাঙ্গা হতে পারে বলে আশা তাঁদের।