—ফাইল চিত্র।
বিপদ বুঝে জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠাল আবাসন শিল্পের সংগঠন ক্রেডাই। অভিযোগ তুলল, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নির্মাতা সংস্থাগুলির জন্য ঋণ মঞ্জুর করেও, আচমকা তার বণ্টন বন্ধ করেছে। ফলে আবাসন-সহ বিভিন্ন প্রকল্পের কাজ শেষ করা অসম্ভব হয়ে পড়ছে। দ্রুত বিষয়টিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছে তারা।
সম্প্রতি পরিকাঠামোয় ঋণপ্রদানকারী সংস্থা আইএল অ্যান্ড এফএস বেশ কিছু ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের ধার সময়ে শোধ করতে পারেনি। এই ঘটনার হাত ধরেই সামনে আসে ব্যাঙ্ক নয় এমন বহু আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফসি) সঙ্কট। আবাসন শিল্পের অভিযোগ, তার পরেই তাদের প্রকল্পের জন্য মঞ্জুর করা ঋণ বণ্টনও বন্ধ করা হয়।
সমস্যা থেকে বেরোতে ব্যাঙ্ক ঋণের এককালীন পুনর্গঠন ও প্রকল্পগুলির কাজ শেষ করতে আলাদা তহবিল তৈরির দাবি তুলেছে ক্রেডাই।