Covid-19

বৈষম্য কমাবে অতিমারি, বলছে সমীক্ষা

রিপোর্ট বলছে, লকডাউনের জেরে চলতি অর্থবর্ষে সারা দেশে মাথাপিছু আয় কমবে ৫.৪%।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৪ জুন ২০২০ ০৬:২৮
Share:

প্রতীকী ছবি।

করোনার ধাক্কায় ধনী রাজ্যগুলির আয় গরিব রাজ্যের তুলনায় অনেক বেশি কমতে পারে। যা দেশে আর্থিক বৈষম্য কমাবে। জানাল স্টেট ব্যাঙ্কের গবেষণা শাখা ইকোর‌্যাপের রিপোর্ট।

Advertisement

রিপোর্ট বলছে, লকডাউনের জেরে চলতি অর্থবর্ষে সারা দেশে মাথাপিছু আয় কমবে ৫.৪%। দাঁড়াবে ১.৪৩ লক্ষ টাকায়। যেখানে মূল্যবৃদ্ধি-সহ জিডিপি সঙ্কোচনের হার হতে পারে তার থেকে কম, ৩.৮%। তবে একই সঙ্গে তাদের দাবি, মাথা পিছু রোজগারের নিরিখে ধনী রাজ্যগুলি (যেখানে মাথা পিছু আয় দেশের গড় আয়ের থেকে বেশি) ভুগবে বেশি। গোটা অর্থবর্ষে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ুর মতো মোট আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তা নামতে পারে ১০ শতাংশেরও বেশি। যা ঘোর বিপদের সঙ্কেত বলে মনে করছে ইকোর‌্যাপ।

মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ওড়িশা-সহ যে সব রাজ্য তুলনায় গরিব (মাথা পিছু আয় জাতীয় গড়ের নীচে), তাদের মাথা পিছু আয় কমতে পারে ৮ শতাংশের কম, জানাচ্ছে রিপোর্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement