প্রতীকী ছবি।
এমনিতে নেট ব্যাঙ্কিং মারফত টাকা হস্তান্তর করতে বেনিফিশিয়ারির নাম, অর্থাৎ যে ব্যক্তি বা সংস্থাকে তা পাঠাবেন তাঁর নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড নথিভুক্ত করতে হয়। এই পদ্ধতিতে কয়েক ঘণ্টা সময় লাগে। কিন্তু তা-ছাড়াও টাকা পাঠানোর ‘কুইক ট্রান্সফার’ ব্যবস্থা চালু রয়েছে স্টেট ব্যাঙ্কে। পদ্ধতি হল—
• www.onlinesbi.com ওয়েবসাইটে যান।
• পার্সোনাল ব্যাঙ্কিংয়ে ক্লিক করুন। যে পাতা খুলবে, সেখানে কন্টিনিউ টু লগ ইন লেখায় মাউস টিপুন।
• নেট ব্যাঙ্কিং আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন।
• পেমেন্টস বা ট্রান্সফার মেনুতে গিয়ে বাছুন কুইক ট্রান্সফার (উইথআউট অ্যাডিং বেনিফিশিয়ারি)।
• নতুন পাতায় নির্দিষ্ট জায়গাগুলি ভর্তি করুন। যেমন, নিজের অ্যাকাউন্ট নম্বর যেখান থেকে টাকা পাঠাবেন, যাকে টাকা পাঠাবেন তাঁর নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, পেমেন্ট অপশন (স্টেট ব্যাঙ্কের মধ্যে নাকি অন্য ব্যাঙ্কে), যে ব্যাঙ্কে টাকা পাঠাবেন তার আইএফএসসি কোড, কী পদ্ধতিতে টাকা পাঠাবেন (আইএমপিএস বা নেফ্ট), টাকার অঙ্ক ও কেন টাকা পাঠাচ্ছেন তা লিখুন।
• ওই পেজেই ‘আই অ্যাক্সেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন্স’-এ টিক দিয়ে সাবমিট করুন।
• যে সব তথ্য দিয়েছেন, তার মধ্যে বেনিফিশিয়ারির নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, টাকার অঙ্ক এবং কেন পাঠাচ্ছেন ঠিক লিখেছেন কি না, তা যাচাই করতে পেজ ভেসে উঠবে। ভুল থাকলে সংশোধন করে দিন। ঠিক থাকলে কনফার্মে ক্লিক করুন।
• ব্যাঙ্কের কাছে নথিভুক্ত মোবাইলে ওটিপি আসবে। সেটি নির্দিষ্ট স্থানে লিখুন। কনফার্মে ক্লিক করুন।
• কোনও কারণে ওটিপি না-পেলে, ওই ওয়েবপেজেই নির্দিষ্ট জায়গায় ক্লিক করে জানাতে হবে।
• এক বার প্রক্রিয়া সফল হলে জানতে পারবেন।
• ট্রানজাকশন আইডি পাবেন। সেটা দিয়ে চাইলে লেনদেনের বিষয়টি যাচাই করে দেখতে পারবেন।
টাকা পাঠানোর ঊর্ধ্বসীমা
• স্টেট ব্যাঙ্কে নেট এবং মোবাইল ব্যাঙ্কিং, উভয় ক্ষেত্রেই দিনে ২৫,০০০ টাকা পর্যন্ত পাঠানো যাবে।
মনে রাখুন
• এই ব্যবস্থায় আইএমপিএস মারফত টাকা পাঠালে, তা সঙ্গে সঙ্গে যাঁকে পাঠাবেন তাঁর অ্যাকাউন্টে যাবে।
• নেফ্টে পাঠালে হয় সে দিন অথবা তার পরের দিন টাকা অ্যাকাউন্টে ঢুকবে।
রয়েছে অ্যাপও
• নেট ব্যাঙ্কিং ছাড়াও ব্যাঙ্কের ইয়োনো এসবিআই (YONO SBI) অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো যায়।
• এ ছাড়া ইয়োনো লাইট এসবিআই (YONO LITE SBl) অ্যাপ ব্যবহার করে মোবাইল ব্যাঙ্কিং মারফতও টাকা পাঠাতে পারেন।