Madhabi Puri Buch

নতুন অভিযোগে বিদ্ধ বুচ, নিশানায় কেন্দ্রও

এ দিন রাহুল এবং খেরার দাবি, কেন্দ্রের আনা স্টার্ট-আপ ইন্ডিয়া প্রকল্প থেকে ১.৮৫ কোটি টাকা পেয়েছে প্রেডিবেল হেল্‌থ। যে সংস্থায় অংশীদারি ছিল বুচের। এ ভাবেই করদাতাদের টাকা নয়ছয় হচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ০৫:০৮
Share:

মাধবী পুরী বুচ। —ফাইল চিত্র।

অনিয়ম ও স্বার্থের সংঘাতের আরও এক অভিযোগ তুলে শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি-র কর্ণধার মাধবী পুরী বুচের উদ্দেশে আক্রমণ জোরালো করল কংগ্রেস। সোমবার তাদের দাবি, নতুন উদ্যোগ (স্টার্ট-আপ) সংস্থাগুলির জন্য আনা সরকারি প্রকল্পের টাকা পেয়েছে এমন এক সংস্থা, যার অংশীদার ছিলেন বুচ। তিনি আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রেও নিয়ম ভেঙে টাকা নিয়েছেন। শুধু তাই নয়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও পবন খেরার অভিযোগ, শিল্পমহলের ভিতর থেকেই খবর আসছে সরকারকে বুচ ব্ল্যাকমেল করছেন। তাঁদের দাবি, একের পর এক ঘটনায় অভিযুক্ত বুচকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন জায়গায় বসিয়েছেন, যার হাত ধরে প্রাতিষ্ঠানিক অধঃপতন ঘটেছে। সেটাই ‘সরকারের বন্ধু’ আদানি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা ও তাদের সমস্ত অভিযোগ থেকে ক্লিনচিট দেওয়ার রাস্তা তৈরি করছে।

Advertisement

এ দিন রাহুল এবং খেরার দাবি, কেন্দ্রের আনা স্টার্ট-আপ ইন্ডিয়া প্রকল্প থেকে ১.৮৫ কোটি টাকা পেয়েছে প্রেডিবেল হেল্‌থ। যে সংস্থায় অংশীদারি ছিল বুচের। এ ভাবেই করদাতাদের টাকা নয়ছয় হচ্ছে। তাঁদের মতে, যা ভাবা হয়েছিল, বুচ কাণ্ডের গভীরতা তার থেকে আরও অনেক বেশি। বুচকে কে বাঁচাচ্ছে, সরকার কেন তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে না, সেই প্রশ্নও তুলেছেন রাহুল। দু’জনেরই বার্তা, যাঁদের হাতে দেশবাসী ও তাঁদের লগ্নির স্বার্থ রক্ষার ভার, তাঁরাই বৃহত্তর কেলেঙ্কারিতে জড়াচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement