ফাইল চিত্র।
দেশে মুল্যবৃদ্ধির হার ক্রমশ চড়ছে। এর মধ্যে তীব্র আর্থিক বৈষম্যের ছবিটা ফের একবার ফুটে উঠেছে খোদ প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের রিপোর্টে। সেখানে বলা হয়েছে দেশে কর্মীদের মাসিক গড় রোজগারের হাল বেশ করুণ। চড়া মূল্যবৃদ্ধিতে যখন মধ্যবিত্তরাই দুর্দশায় ডুবছেন, তখন গরিব পরিবারগুলির অবস্থা কতটা ভয়ানক, সেই প্রশ্ন তুলে মোদী সরকারকে একহাত নিয়েছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ অবশ্য বলেছেন, ‘‘মূল্যবৃদ্ধির হার আমেরিকার মতো ধনী দেশেও প্রভাব ফেলেছে। ফলে বিজেপি কর্মীদের কোনও অপরাধ বোধে ভোগা উচিত নয়।’’
রিপোর্ট বলছে, দেশের উপরের দিকের এক শতাংশের হাতে রয়েছে জাতীয় আয়ের ৫%-৭%। কর্মরত জনসংখ্যার ১৫% মাসে ৫০০০ টাকারও কম আয় করেন। মাসে গড়ে যাঁরা ২৫,০০০ টাকা আয় করেন, তাঁরা মোট আয়ের নিরিখে সবচেয়ে উপরে থাকা ১০%। জাতীয় আয়ের ক্ষেত্রে যাঁদের অংশীদারি ৩০%-৩৫%।
এই পরিস্থিতিতে টুইটে প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমের দাবি, ‘‘এক দম্পতি জানিয়েছেন, তাঁরা ফল, আনাজ ও দুধের খরচ ছাঁটাই করেছেন। বিশেষ অনুষ্ঠান ছাড়া তাঁরা জামা বা জুতো কেনেন না। দু’বেলা রান্নার আগে ভাবতে বসেন কী রাঁধবেন। বাইরে খেতে যান না। বেড়াতেও না।’’ তিনি আরও বলেন, সিএনজি-গাড়ি চালানোর খরচ বেড়েছে। মাসের বাজেট এখন তৃতীয় সপ্তাহে শেষ হয়। তাঁর প্রশ্ন, মধ্যবিত্তেরই যদি এই দশা হয়, তা হলে গরিবের যন্ত্রণা কতটা?