প্রতীকী ছবি।
কেব্ল টিভি ও ডিটিএইচ পরিষেবায় আজ থেকে নতুন বিধি চালু করতে বলেছিল নিয়ন্ত্রক ট্রাই। সেই অনুযায়ী তারা আলাদা আলাদা চ্যানেল (আ-লা-কার্ট) বা একাধিক চ্যানেল নিয়ে তৈরি প্যাকেজের (বোকে) নতুন দাম ঘোষণা করতে বলে। কিন্তু নয়া বিধিকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছে বিভিন্ন চ্যানেল সংস্থা। ফলে শনিবার পর্যন্ত কেউ সংশোধিত দাম ঘোষণা করেনি, দাবি রাজ্যে দুই এমএসও সিটি কেব্লের কর্তা সুরেশ শেঠিয়া ও জিটিপিএল-কেসিবিপিএলের বিজয় আগরওয়ালের।
যদিও ট্রাইয়ের দাবি, নতুন বিধি আজই আসবে। সংস্থা তা না-মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফলে ধোঁয়াশায় গ্রাহকেরা।