Crude Oil Price

দাম কমানোর ভরসা নেই

বিশ্ব বাজারে ফের নিম্নমুখী অশোধিত তেলের দাম। ইতিমধ্যেই ব্রেন্ট ক্রুডের ব্যারেল নেমেছে ৭১ ডলারের কাছে। এই অবস্থায় মঙ্গলবার তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরীর আশ্বাস, ইরান-ইজ়রায়েলের যুদ্ধ ভারত-সহ বিশ্বে তেলের জোগানে প্রভাব ফেলবে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ০৫:২৫
Share:

— প্রতীকী চিত্র।

আরও অশান্ত হয়েছে পশ্চিম এশিয়া। বিশ্ব বাজারে ফের নিম্নমুখী অশোধিত তেলের দাম। ইতিমধ্যেই ব্রেন্ট ক্রুডের ব্যারেল নেমেছে ৭১ ডলারের কাছে। এই অবস্থায় মঙ্গলবার তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরীর আশ্বাস, ইরান-ইজ়রায়েলের যুদ্ধ ভারত-সহ বিশ্বে তেলের জোগানে প্রভাব ফেলবে না। এই পরিস্থিতির আগে ওপেক গোষ্ঠীর (তেল উৎপাদন এবং রফতানিকারী দেশগুলির জোট) দেশগুলি দৈনিক প্রায় ১০.৫০ কোটি ব্যারেল অশোধিত তেল উত্তোলন করত। তা কমে হয়েছে ৯.৭০ কোটি। তবু দেশে জোগানে ঘাটতির আশঙ্কা নেই। তবে বিশ্ব বাজারে তেলের দাম কমায় তার সুবিধা দেশের মানুষের ঘরে পৌঁছনো নিয়ে কোনও ভরসা দেননি মন্ত্রী।

Advertisement

ভারতের আমদানি খরচ কমলেও খুচরো বাজারে পেট্রল-ডিজ়লের দাম কমছে না কেন, এই প্রশ্নের উত্তরে পুরী বলেন, ‘‘এখনও অন্য অনেক দেশের চেয়ে ভারতে পেট্রোপণ্যের দাম কম। গত কয়েক বছরে কেন্দ্র একাধিক বার উৎপাদন শুল্ক কমিয়েছে। কিন্তু অনেক রাজ্যই তাদের করের ভাগ ছাঁটেনি। সেটা করলে ক্রেতার জন্য দাম আরও খানিকটা কমত।’’ তাঁর দাবি, বর্তমানে ভারতে ২৭ কোটি টন অশোধিত তেল শোধন হতে পারে। এই পরিমাণ শীঘ্রই বেড়ে হতে চলেছে ৩১ কোটি টন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement