চিনের মোবাইল নির্মাতা শাওমিকে নিজেদের ১,৫০০টি পেটেন্ট বিক্রি করল মাইক্রোসফট। যার মধ্যে রয়েছে ক্লাউড, ভিডিও, মাল্টিমিডিয়ার বিভিন্ন সফটওয়্যার। এই চুক্তির আওতায় নিজেদের ফোনে মাইক্রোসফটের স্কাইপ বা অফিসের মতো নানা সফটওয়্যার ব্যবহার করতে পারবে শাওমি। চিন ও ভারত-সহ বিভিন্ন দেশে সেই মোবাইল বিক্রির পরিকল্পনাও নিয়েছে তারা। প্রসঙ্গত, এর আগে বিভিন্ন অ্যান্ড্রয়েড মোবাইল নির্মাতাদের সঙ্গে লাইসেন্স চুক্তি করলেও, চিনা সংস্থাগুলির সঙ্গে জোট বাঁধতে পারেনি মাইক্রোসফট।
এ দিকে লগ্নির অঙ্ক নিয়ে মুখ না-খুললেও, শাওমির দাবি চুক্তির অধীনে ক্রস-লাইসেন্স এবং পেটেন্ট হাতবদলের কথাও রয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে নিজেদের ফোনে মাইক্রোসফটের সফটওয়্যার আগে থেকেই বসানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। প্রাথমিক ভাবে এই মি-৫, রেডমি ৩, রেডমি নোট-৩, মি ম্যাক্সের ফোন বিক্রি করা হবে চিনের বাজারে। আগামী দিনে তা আসবে ভারতেও।