—নিজস্ব চিত্র।
কেন্দ্রের সংস্কার নীতির ফলে বৈদেশিক বাণিজ্যে আশার আলো দেখছে বণিকসভা। সোমবার এমন আশার কথাই শোনা গেল বণিকসভার শীর্ষ ব্যক্তিদের মুখে।
রফতানি ক্ষেত্রে ভারতীয় শিল্প সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা বাড়াতে এ দিন একটি আলোচনাসভা বসে দক্ষিণ কলকাতার ই এম বাইপাসের একটি বেসরকারি হোটেল। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ড্রাটিজ (সিআইআই)-এর উদ্যোগে আয়োজিত ওই আলোচনাসভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট শিল্পপতি তথা সংস্থার শীর্ষ কর্তারা।
সিআইআই-এর কো-চেয়ারম্যান সঞ্জয় বুধিয়া বলেন, “সংস্কারের অভাবে দেশের শিল্প ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। এর জেরে মার খাচ্ছে দেশের রফতানি ক্ষেত্রটিও।” তবে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত সরকারের ২০১৫-’১৬ সালের নীতির প্রশংসা করেছেন তিনি। তাঁর আশা, এর ফলে ভবিষ্যতে দেশের রফতানি ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব পড়বে।