দেশীয় রফতানি নিয়ে আশাবাদী বণিকসভা

কেন্দ্রের সংস্কার নীতির ফলে বৈদেশিক বাণিজ্যে আশার আলো দেখছে বণিকসভা। সোমবার এমন আশার কথাই শোনা গেল বণিকসভার শীর্ষ ব্যক্তিদের মুখে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৫ ১৮:৫৪
Share:

—নিজস্ব চিত্র।

কেন্দ্রের সংস্কার নীতির ফলে বৈদেশিক বাণিজ্যে আশার আলো দেখছে বণিকসভা। সোমবার এমন আশার কথাই শোনা গেল বণিকসভার শীর্ষ ব্যক্তিদের মুখে।

Advertisement

রফতানি ক্ষেত্রে ভারতীয় শিল্প সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা বাড়াতে এ দিন একটি আলোচনাসভা বসে দক্ষিণ কলকাতার ই এম বাইপাসের একটি বেসরকারি হোটেল। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ড্রাটিজ (সিআইআই)-এর উদ্যোগে আয়োজিত ওই আলোচনাসভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট শিল্পপতি তথা সংস্থার শীর্ষ কর্তারা।

সিআইআই-এর কো-চেয়ারম্যান সঞ্জয় বুধিয়া বলেন, “সংস্কারের অভাবে দেশের শিল্প ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। এর জেরে মার খাচ্ছে দেশের রফতানি ক্ষেত্রটিও।” তবে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত সরকারের ২০১৫-’১৬ সালের নীতির প্রশংসা করেছেন তিনি। তাঁর আশা, এর ফলে ভবিষ্যতে দেশের রফতানি ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব পড়বে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement