Nirmala Sitharaman

করোনা-ক্ষত কতটা, সতর্ক কেন্দ্র

বুধবার ভারতে করোনার প্রভাব নিয়ে ফের সব মহলকে আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৪৪
Share:

নির্মলা সীতারামন। —ফাইল চিত্র

ক্ষতির বহর ইতিমধ্যেই বিপুল। তবে শেষ পর্যন্ত করোনাভাইরাসের আতঙ্ক বিশ্ব অর্থনীতির গায়ে ঠিক কতটা গভীর ক্ষত তৈরি করবে, তা বুঝে উঠতে পারছে না কেউ। যে কারণে তার প্রভাব নিয়ে দানা বাঁধছে জল্পনা। নাগাড়ে ছড়াচ্ছে বিশেষজ্ঞদের পূর্বাভাস ও ক্ষয়ক্ষতির আগাম হিসেব। এই অবস্থায় বুধবার ভারতে করোনার প্রভাব নিয়ে ফের সব মহলকে আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানালেন, অর্থনীতির উপরে ভাইরাস সংক্রমণের ছায়া কতটা চওড়া হচ্ছে, সে দিকে কড়া নজর রাখছে কেন্দ্র।

Advertisement

নির্মলা জানান, অন্য দেশ থেকে বা বিমানে কাঁচামাল আনার মতো ব্যবস্থার কথা তাঁরা আগেই বলেছিলেন। এখন এই সব কাজে লাগাতে মাঠে নেমেছে বিভিন্ন শিল্পের সংশ্লিষ্ট দফতর। সচিব পর্যায়ের কর্তারা সেই কাজে জড়িত। মন্ত্রীর দাবি, ‘‘সমস্ত দফতরের সঙ্গে বসে বিষয়টির পর্যালোচনা করব। তার পরে কার কী সাহায্য দরকার, তা জেনে এবং পরপর সাজিয়ে নিয়ে ফিরব আপনাদের কাছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement