গত ২০০২ সালের গাড়ি নীতি বহাল থাকবে ২০২৬ পর্যন্ত। অথচ দূষণের বিরুদ্ধে জেহাদ, পুরোদস্তুর বৈদ্যুতিক গাড়ির পক্ষে সওয়াল, বিকল্প জ্বালানি ও প্রযুক্তি থেকে শুরু করে বদলেছে গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত বহু বিষয়ই। তাই তার সঙ্গে তাল মিলিয়ে নতুন নীতি তৈরির পথে এগোচ্ছে কেন্দ্র। এ নিয়ে আগামী মাসে ভারী শিল্প মন্ত্রকের সঙ্গে বৈঠকের আর্জি জানাবে গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম।
ফেব্রুয়ারির গোড়ায় দিল্লিতে বসবে আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনী। শুক্রবার তার প্রচারে কলকাতায় এসে সিয়ামের অন্যতম কর্তা অরুণ মলহোত্র এবং ডিডিজি সুগত সেন নয়া নীতির কথা জানান। তাঁদের দাবি, দূষণ, বৈদ্যুতিক গাড়ি ইত্যাদি নিয়ে চর্চা চলছে। আগে হাইব্রিডে জোর দেওয়া হলেও, এখন বৈদ্যুতিক গাড়ির কথা বলা হচ্ছে। কথা হচ্ছে বিকল্প জ্বালানি নিয়েও। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে তাই নীতি তৈরি জরুরি। সেই উদ্দেশ্যে ভারী শিল্প মন্ত্রক সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা শুরু করবে। এ জন্য উপদেষ্টা সংস্থা এ টি কার্নি নিযুক্ত হয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীরা ২০৩০ থেকে পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি চালুর কথা বললেও, এ জন্য সুনির্দিষ্ট নীতি চাইছে সংস্থাগুলি। এক শিল্প কর্তার মতে, দূষণের মতো কোন মাপকাঠি কতটা মানতে হবে, তা ঠিক করুক কেন্দ্র। সেই অনুযায়ী উপযুক্ত প্রযুক্তির বিষয়টি খতিয়ে দেখবে গাড়ি শিল্প।