—প্রতীকী চিত্র।
আইপিএল তো আছেই, সঙ্গে এখন বিশ্বকাপ ক্রিকেট। তার সঙ্গে তাল মিলিয়ে দেশে বেআইনি জুয়ার বাজার বাড়ছে। থিঙ্ক চেঞ্জ ফোরামের (টিসিএফ) একটি রিপোর্ট দাবি, এই প্রবণতা ঠেকানো না গেলে সরকার বছরে অন্তত ২ লক্ষ কোটি টাকার কর হারাবে। এই কর্মকাণ্ডকে আইনি কাঠামোয় নিয়ে আসতে গেলে একটি টাস্ক ফোর্স গড়তে হবে সরকারকে। বিদেশি প্ল্যাটফর্মগুলিকে বাধ্য করতে হবে ভারতে নথিভুক্ত হতে।
টিসিএফের সমীক্ষায় জানানো হয়েছে, ভারতে বছরভর বিভিন্ন খেলায় ১৪ কোটি মানুষ অনলাইন জুয়ায় অংশ নেন। আইপিএলের সময়ে তা বেড়ে দাঁড়ায় ৩৭ কোটিতে। ডিজিটাল পরিকাঠামো, স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি এবং খেলার ইভেন্ট ক্রমাগত বৃদ্ধির ফলে তা আরও বেশি ডানাপাখা মেলছে। বিখ্যাত মানুষেরা জুয়ার বিজ্ঞাপনে অভিনয় করাও এর জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ। এর মধ্যে বেআইনি এই জুয়ার বাজার বছরে প্রায় ৮.২০ লক্ষ কোটি টাকার। তাতে ২৮% জিএসটির হিসাব কষা হলে দাঁড়ায়, প্রায় ২,২৯,৬০০ কোটি টাকা রাজস্ব হারাতে পারে সরকার। জুয়ার বাজারে নিজস্ব নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তৈরি না হওয়ায় এই অঙ্ক বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে রিপোর্টে।