— প্রতীকী ছবি।
বাজেট তৈরির ব্যবস্থা ঢেলে সাজতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। যার প্রথম ধাপ হিসেবে সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটকে মিশিয়ে দিতে রেলমন্ত্রী সুরেশ প্রভুর প্রস্তাব গত সপ্তাহেই মেনে নিয়েছে অর্থ মন্ত্রক। আর এ বার ফেব্রুয়ারির শেষ কাজের দিনের বদলে তার এক মাস আগেই সাধারণ বাজেট পেশের চিন্তা-ভাবনা করেছে তারা। অন্য দিকে, পরিকল্পনা করা হচ্ছে যোজনা এবং যোজনা বহির্ভূত ব্যয়ের হিসেব তুলে দেওয়ারও।
সংবিধানে নির্দিষ্ট দিন বলা না- থাকলেও, সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারির শেষ কাজের দিনে পেশ হয় পরবর্তী অর্থবর্ষের সাধারণ বাজেট। এ বার তা জানুয়ারির শেষ সপ্তাহে বা ৩১ জানুয়ারি করার কথা ভাবছে অর্থ মন্ত্রক। কারণ, পুরো বাজেট বিল পাশ হতে এপ্রিল-মে হয়ে যায়। ফলে অর্থবর্ষের ওই দু’মাসের খরচ চালাতে আলাদা করে ভোট অন অ্যাকাউন্ট পাশ করতে হয়। নতুন ব্যবস্থা চালু হলে ৩১ মার্চের আগেই পরবর্তী অর্থবর্ষের বাজেট বিল পাশ করানো সম্ভব হবে। এ জন্য সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলোচনা শুরুর সময়ও এখনকার নভেম্বর-ডিসেম্বর থেকে এগিয়ে সেপ্টেম্বরে নিয়ে আসতে চায় রাজস্ব দফতর।