কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করার পর থেকে প্রত্যাশিত ভাবেই গাড়ির দাম বাড়ছে। হোন্ডার মতোই টাটা মোটরস, মার্সিডি়জ বেঞ্জও তাদের গাড়ির দাম বাড়াচ্ছে।
টাটা মোটরস জানিয়েছে, তাদের গাড়ির দাম বাড়ছে ২,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত। বিভিন্ন গাড়ির ক্ষেত্রে শুধুমাত্র পরিকাঠামো সেসের হিসাব ধরে অবিলম্বেই এই দাম বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
অন্য দিকে, মার্সিডিজ বেঞ্জ জানিয়েছে, তাদের গাড়ির দাম বাড়ছে ৩-৫%। আগামী ১৫ মার্চ থেকে তা কার্যকর হবে। বাজেটে পরিকাঠামো সেস ও বিলাস কর চাপানোর জন্যই দাম বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি।