Sold Car

বছর শেষেও কমল যাত্রী গাড়ি বিক্রি

সংগঠন ফাডার তথ্য বলছে, এই সময়ে বিক্রি হয়েছে ২.৯৩ লক্ষের কিছু বেশি যাত্রী গাড়ি। সব রকম গাড়ি ধরলে বিক্রি ৪৫ শতাংশের বেশি কমে হয়েছে ১৭.৫৬ লক্ষের মতো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ০৭:৩৭
Share:

বছরের শেষ মাসে শোরুম থেকে বিক্রি কমল প্রায় ৯%। —প্রতীকী চিত্র।

ডিসেম্বরে ফের ধাক্কা খেল চার চাকার গাড়ি বিক্রি। মোটা ছাড়-সহ একাধিক সুবিধা সত্ত্বেও বছরের শেষ মাসে শোরুম থেকে বিক্রি কমল প্রায় ৯%। গাড়ি বিক্রেতাদের (ডিলার) সংগঠন ফাডার তথ্য বলছে, এই সময়ে বিক্রি হয়েছে ২.৯৩ লক্ষের কিছু বেশি যাত্রী গাড়ি। সব রকম গাড়ি ধরলে বিক্রি ৪৫ শতাংশের বেশি কমে হয়েছে ১৭.৫৬ লক্ষের মতো। সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, মূল্যবৃদ্ধির জেরে হিমশিম খাওয়া মানুষ এখন জরুরি খরচকে প্রাধান্য দিচ্ছেন। ফলে গাড়ির মতো শখের খরচের দিকে হাঁটছেন না তাঁরা। যার জের পড়ছে বিক্রিতে।

Advertisement

তবে এর মধ্যেই গাড়ি শিল্পকে কিছুটা স্বস্তি দিচ্ছে বছরের প্রথমার্ধে বিক্রি বৃদ্ধির খবর। যার হাত ধরে ২০২৪ পুরো বছরে চার চাকার গাড়ি বিক্রি ৫.১৮% বেড়েছে। আর সব রকম গাড়ির বেড়েছে ৯.১১%। দু’চাকাতেও দেখা গিয়েছে একই ছবি। গত মাসে সেগুলির বিক্রি নভেম্বরের চেয়ে ৫৪.২১% কমেছে। ২৬ লক্ষ থেকে নেমেছে প্রায় ১২ লক্ষে। কিন্তু সারা বছরের হিসাবে বৃদ্ধি প্রায় ১১%।

ফাডার সর্বভারতীয় সভাপতি সি এস বিজ্ঞেশ্বর বলছেন, আর্থিক ছাড়-সহ একাধিক সুবিধা দেওয়া সত্ত্বেও ডিসেম্বরে গাড়ি বিক্রির হাল ফেরেনি। সামগ্রিক ভাবেও চার চাকার গাড়ি বিক্রির হালও ইতিবাচক নয়। বিশেষত বছরের দ্বিতীয়ার্ধে যা পরিস্থিতি ছিল, তা মোটেই আশা জাগাচ্ছে না। ফলে গাড়ির মজুত বেশ খানিকটা উদ্বেগে রেখেছে সংস্থা এবং ডিলারদের। তার উপরে মূলত গ্রামীণ অর্থনীতিতে প্রাণ ফেরায় দু’চাকার বিক্রি বেড়েছে ঠিকই। কিন্তু সেই গতি বহাল না থাকলে বিক্রি কমতে পারে। বিজ্ঞেশ্বরের মতে, জানুয়ারি থেকে প্রায় সব সংস্থার গাড়ির দাম বেড়েছে। ফলে চলতি মাসেও বিক্রি খুব একটা মাথা তোলার আশা নেই। এর উপরে গাড়ি-সহ বিলাসবহুল পণ্যে ৩৫% জিএসটি চালু হলে এই শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে বলে মত সংশ্লিষ্ট মহলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement