বর্ষশেষে ভাল বিক্রি কিছু গাড়ি সংস্থার

বছরের শেষ মাসটা ভালভাবেই শেষ করল বেশ কিছু গাড়ি সংস্থা। এই সময়ে বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে মারুতি-সুজুকি, হুন্ডাই এবং মহীন্দ্রার মতো সংস্থাগুলি। তবে বিক্রি কমেছে ফোর্ডের। মারুতি-সুজুকি জানিয়েছে, ডিসেম্বরে সব মিলিয়ে ১,১৯,১৪৯টি গাড়ি বিক্রি করেছে তারা। যা ২০১৪ সালের একই সময়ের তুলনায় ৮.৫% বেশি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৬ ১৭:২৮
Share:

বছরের শেষ মাসটা ভালভাবেই শেষ করল বেশ কিছু গাড়ি সংস্থা। এই সময়ে বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে মারুতি-সুজুকি, হুন্ডাই এবং মহীন্দ্রার মতো সংস্থাগুলি। তবে বিক্রি কমেছে ফোর্ডের।

Advertisement

মারুতি-সুজুকি জানিয়েছে, ডিসেম্বরে সব মিলিয়ে ১,১৯,১৪৯টি গাড়ি বিক্রি করেছে তারা। যা ২০১৪ সালের একই সময়ের তুলনায় ৮.৫% বেশি। আর শুধু মাত্র দেশের বাজারে সংস্থার বিক্রি বেড়েছে ১৩.৫%। দাঁড়িয়েছে ১,১১,৩৩৩টিতে। যাত্রীবাহী এবং ইউটিলিটি ভেহিক্‌ল— উভয় ক্ষেত্রে ভাল বিক্রি দেখা গিয়েছে বলে জানিয়েছে দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি। তবে এর মধ্যেও বিদেশের বাজারে চাহিদা কমার জেরে রফতানি প্রায় ৩৩% কমেছে বলে জানিয়েছে মারুতি।

অন্য দিকে, ডিসেম্বরে মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রার মোট বিক্রি বেড়েছে যথাক্রমে ৪%। তবে দেশের বাজারে খুব এখটা ভাল বিক্রির মুখ দেখেনি সংস্থা। তা মাত্র ১% বেড়ে দাঁড়িয়েছে ৩৪,৮৩৯টিতে। সংস্থার কর্তা প্রবীণ শাহ বলেন, সার্বিক ভাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও, শেষ পর্যন্ত গত মাসে যাত্রীবাহী এবং বাণিজ্যিক গাড়ি বিক্রি বাড়াতে পেরেছে মহীন্দ্রা। পাশাপাশি, আগামী ১৫ জানুয়ারি নতুন কমপ্যাক্ট এসইউভি ‘কেইউভি ওয়ান ডব্‌ল ও’ বাজারে আসার কথা রয়েছে। ইতিমধ্যেই গাড়িটি নিয়ে ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে তাঁর দাবি। ফলে এর হাত ধরে আগামী দিনে বিক্রি বাড়া নিয়ে আশাবাদী সংস্থা।

Advertisement

বছর শেষে ভাল বিক্রি বাড়িয়েছে হুন্ডাই মোটরও। ভারতের বাজারে তাদের বিক্রি বেড়েছে প্রায় ২৯%। দাঁড়িয়েছে প্রায় ৪২ হাজারের কাছাকাছি। তবে কমেছে তাদের রফতানি। এ সত্ত্বেও সারা বছরে রেকর্ড সংখ্যক গাড়ি বিক্রি করেছে হুন্ডাই। সব মিলিয়ে সংখ্যাটি ৪.৭৫ লক্ষেরও বেশি। মূলত গ্র্যান্ড-আই১০, এলিট-আই২০ এভং ক্রেটার চাহিদা দেখা গিয়েছে বলে জানিয়েছেন সংস্থার অন্যতম কর্তা রাকেশ শ্রীবাস্তব।

তবে এ সবের মধ্যেই সামগ্রিক বিক্রি কমেছে ফোর্ড ইন্ডিয়ার। ২৪.৫৫% কমে তা হয়েছে ১০,৮৬৫টি। অবশ্য দেশের বাজারে বিক্রি প্রায় ৫৮% বেড়েছে বলেই জানিয়েছে তারা। তা সত্ত্বেও, রফতানি ৫৩% কমার জের পড়েছে ফোর্ডের মোট বিক্রিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement