বাজেটে কর হ্রাসের আর্জি গাড়ি শিল্পের

প্রায় বছরখানেক ধরে গাড়ি বিক্রির অধোগতি গত দু’মাসে সামান্য হলেও থেমেছে। কিন্তু তা এখনও চাকা ঘোরার পক্ষে যথেষ্ট নয় বলেই মত শিল্পের অনেকের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ০১:৪৮
Share:

প্রতীকী ছবি।

দেশে গাড়ির বিক্রি কমায় এর আগে জিএসটি কমানোর দাবি জানিয়েছিল সংশ্লিষ্ট শিল্প। তাদের মত ছিল, কর কমলে গাড়ি সস্তা হবে, কেনার চাহিদা বাড়বে। বাজেটের আগে কেন্দ্রের কাছে ফের সেই আর্জি জানাল তারা। সোমবার ভারী শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, গাড়ি শিল্পের সংগঠন সিয়ামের সেই সংক্রান্ত সার্বিক বাজেট-প্রস্তাব অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে পাঠিয়েছেন তিনি।

Advertisement

প্রায় বছরখানেক ধরে গাড়ি বিক্রির অধোগতি গত দু’মাসে সামান্য হলেও থেমেছে। কিন্তু তা এখনও চাকা ঘোরার পক্ষে যথেষ্ট নয় বলেই মত শিল্পের অনেকের। আজ সিয়ামের অনুষ্ঠানে মেঘওয়াল জানান, তিনি বাজেটের জন্য সংগঠনের তরফে জিএসটি হ্রাস-সহ তিন-চারটি প্রস্তাব পেয়েছেন। তা অর্থমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। তবে সিয়ামের উদ্দেশে তিনি বলেন, ‘‘বাজেটের আগে এখনও কথা চলছে। বাজেট ছাপা শুরুর আগে (হালুয়া উৎসব) আরও পরামর্শ থাকলে তারা তা দ্রুত জানাক।’’

বাজেটের আগে সাধারণত অর্থমন্ত্রী যেমন শিল্পের দাবি নিয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন, তেমনই বিভিন্ন শিল্প আলাদা করেও কেন্দ্রের কাছে নানা প্রস্তাব দেয়। সিয়াম সূত্রের খবর, আরও যে সব প্রস্তাব তারা দিয়েছে, তাদের মধ্যে অন্যতম হল নতুন গাড়ি কেনার চাহিদা বাড়াতে পুরনো গাড়ি বাতিলের নীতি তৈরি করুক কেন্দ্র। আর্থিক সাহায্য দিক সরকারি বরাতে রাজ্য পরিবহণ সংস্থাগুলিকে নতুন বাস কেনার জন্য। অতীতে জেএনএনইউআরএম প্রকল্পে এমন আর্থিক সাহায্য দিয়েছে কেন্দ্র। এ বারও খানিকটা ত্রাণ প্রকল্প হিসেবেই সেই সুবিধার আর্জি জানিয়েছে সংগঠনটি।

Advertisement

এর আগে গাড়ির উপরে জিএসটি কমিয়ে ১৮% করার আর্জি জানিয়েছিল সিয়াম। যন্ত্রাংশ শিল্পের সংগঠন অ্যাকমা তাদের পণ্যে একটিই কর চাপানোর (১৮%) প্রস্তাব দেয়। জিএসটি পরিষদের বৈঠকের আগে অবশ্য জিএসটি ফিটমেন্ট কমিটি সেই প্রস্তাব নাকচ করায় কর কমেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement