Tech

৭ দিনে ১০ কোটি ডাউনলোড! পাবজিকে টপকে নতুন রেকর্ড কল অব ডিউটির

মোবাইল গেমের জগতে রেকর্ড করল নতুন গেম ‘কল অব ডিউটি’।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৯ ১৩:২১
Share:

রেকর্ড করল নতুন গেম ‘কল অব ডিউটি’।

মোবাইল গেমের জগতে রেকর্ড করল নতুন গেম ‘কল অব ডিউটি’। প্রথম সপ্তাহের ডাউনলোডের নিরিখে যা টপকে গেল জনপ্রিয় মোবাইল গেম ‘পাবজি’কেও।

Advertisement

বাজারে আসার প্রথম সপ্তাহেই ‘কল অব ডিউটি’র ডাউনলোডের সীমা ছাড়িয়ে গেছে ১০ কোটি। যেখানে ‘পাবজি’ প্রথম সপ্তাহে ডাউনলোড করা হয়েছিল প্রায় ২ কোটি ৬৩ লক্ষ বার। অক্টোবরের ১ তারিখ মুক্তি পাওয়ার পর গুগল প্লে স্টোর এবং আই স্টোর থেকে ‘কল অব ডিউটি’র ডাউনলোডের সংখ্যা দেখে চমকে গিয়েছেন গেম বিশেষজ্ঞরাও। সমীক্ষা কোম্পানি ‘মোবাইল ইনসাইট’-এর প্রধান র‌্যান্ডি নেলসন বলেন, “এই মোবাইল গেম একটি নতুন ইতিহাস সৃষ্টি করল।”

চিনের ইন্টারনেট জায়ান্ট টেন্সেন্ট হোল্ডিং লিমিটেডের তৈরি এই গেমের আকর্ষণ হল এটি ফার্স্ট পারসন শুটার গেম। এ ছাড়া পাবজির তুলনায় অনলাইনে এই গেম ভাল ভাবে খেলা যায় বলেও দাবি করেছে তারা। আগামী দিনে এই কোম্পানি ‘কল অব ডিউটি’ এবং ‘ক্যান্ডি ক্রাশ’, ‘ওয়ার ক্রাফট’, ‘ডায়বলো’, ‘ওভারওয়াচ’ এই গেমগুলির ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসবে।

Advertisement

আরও পড়ুন: ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে ভারতের বাজারে আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ৬

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement